ফেসবুক মনিটাইজেশন পলিসি 2024

ফেসবুক মনিটাইজেশন পলিসি 2024 । ফেসবুকে অনেকগুলো ফিচারের মাধ্যমে ইনকামের সুযোগ আছে। তাইতো বলা হয়, ফেসবুক শুধু একটি স্যোশাল মিডিয়া নয়। একটি প্রফেশনাল স্যোশাল মিডিয়া সাইট।

তথ্য-প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ইনকাম ক্ষেত্রে পরিবর্তন সাধিত হয়েছে। টাকা ইনকাম করার জন্য বিশ পঁচিশ বছর ধরে পড়ালেখার দরকার নেই। ফেসবুক চালানোর মতো পড়ালেখা জানা থাকলেই ইনকাম করা যায়।

ফেসবুক থেকে ইনকামের অনেক উপায় আছে। যেমন, ফেসবুক রিলস, ফেসবুক স্টারস, ফেসবুক বোনাস, ফেসবুক সাবসক্রিপশন, ইনস্ট্রিম এডস, পার্টনারশিপ এডস ইত্যাদি। ফেসবুক ইনকাম থেকে করতে হলে আপনার শর্টস ভিডিও, লং ভিডিও, ইমেজ, টেক্সটসহ সব কিছু ফেসবুক টার্ম এন্ড কন্ডিশন মেনে আপলোড করতে হবে।

ফেসবুক মনিটাইজেশন পলিসি 2024
ফেসবুক মনিটাইজেশন পলিসি 2024

আজকের পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ফেসবুক মনিটাইজেশন পলিসি মেনে কনটেন্ট পাবলিশ করবেন। কিভাবে ফেসবুক মনিটাইজেশন এপ্রুভ করবেন। এ-নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা।

ফেসবুক মনিটাইজেশন পলিসি 2024

ফেসবুক মনিটাইজেশন পলিসি 2024 নিয়ে এতো বেশি আলোচনা হওয়ার যথেষ্ঠ কারণ আছে। এই বছরে ফেসবুক মনিটাইজেশনে অনেকগুলো আপডেট নিয়ে এসেছে। কি কি আপডেট নিয়ে এসেছে এসব সঠিকভাবে না জানলে, ফেসবুক মনিটাইজেশন পলিসি 2024 মেনে কনটেন্ট পাবলিশ করতে পারবেন না। তাই, ফেসবুক মনিটাইজেশনের আপডেট পলিসি আপনাদের সাথে শেয়ার করছি।

ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে পারবেন। ফেসবুক থেকে অর্থ উপার্জন করা আপনার কনটেন্ট এবং আপনার দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ। ফেসবুক মনিটাইজেশন পলিসির মাধ্যমে কনটেন্ট নির্মাতা, বিজ্ঞাপনদাতা, এবং সাধারণ দর্শকদের ব্যবহারের অভিজ্ঞতার কথা বিবেচনা করতে হবে।

এজন্যই ফেসবুকে নির্দিষ্ট শর্ত মেনে কনটেন্ট আপলোড করতে হয়। এর ফলে, ফেসবুক ব্যবহারকারদের কাছে ব্যবহার উপযোগী হয়ে উঠে।

নিষিদ্ধ কনটেন্ট

ফেসবুক মনিটাইজেশন মেনে ভিডিও আপলোড করুন। এমন কোনো ভিডিও কনটেন্ট আপলোড করবেন না যা আপনার কমিউনিটিতে নিষিদ্ধ। ফেসবুক কমিউনিটি স্টান্ড্যার্ড মেনে ভিডিও আপলোড করুন। তাহলে, সহজেই আপনার ভিডিও মনিটাইজেশন করাতে পারবেন।

ভায়োলেশন

ভায়োলেশনকে উস্কে দেয় এমন শব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। আপনার কনটেন্ট বা ভিডিওতে এমন শব্দ ব্যবহার করবেন না যেসব শব্দ বা ভিডিও ভায়োলেশনকে উস্কে দেয় তাহলে, ফেসবুক মনিটাইজেশন পাবেন না।

ফেসবুক মনিটাইজেশন পাওয়ার টিপস

আপনার কনটেন্ট থেকে ইনকাম করতে চাইলে, কনটেন্টকে মনিটাইজেশন করাতে হবে। মনিটাইজশেন করাতে চাইলে, ফেসবুক মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে। মনিটাইজেশন করার টিপস আপনাদের সাথে শেয়ার করলাম:

ইউনিক কনটেন্ট তৈরি করুন

সহজেই ফেসবুক মনিটাইজেশন পেতে ইউনিক কনটেন্ট তৈরি করুন। আপনার কনটেন্টের শ্রোতাদের গুরুত্ব দিন। তারা যেমন কনটেন্ট পছন্দ করে সেই রকম কনটেন্ট আপলোড করুন। সামান্য ভ্যালূ ক্রিয়েট করা ভিডিওতে মনিটাইজেশন পাওয়া কঠিন।

আপনার নিজের ধারণ করা ভিডিও পোস্ট করুন। এটাকে বলে প্রাথমিক ভিডিও। অর্থাৎ আপনি যে ভিডিওটি ধারণ করলেন এটা পৃথিবীতে আর নেই। আপনিই সৃষ্টি করলেন। এই ধরণের ভিডিওতে দ্রুত মনিটাইজেশন পাওয়া যায়।

অন্যের ভিডিওতে উপযোগ সৃষ্টি করুন। এতে আপনার ভিডিও সেকেন্ডারি লেভেলে যাবে। তবুও ভিডিওতে নতুন কিছু এড করছেন। এভাবে ভিডিওতে নতুন কিছু সৃষ্টি করার মাধ্যমে ফেসবুক মনিটাজেশন পাওয়া সহজ হবে।

ভিডিওতে ব্যবসায়িক অংশীদারিত্ব থাকলে সেই সর্ম্পকে তথ্য যুক্ত করুন। আপনার স্পনসর করা ভিডিতে লোগো যুক্ত করুন। সঠিকভাবে দেখা যায় এমনভাবে যুক্ত করুন।

ভিডিওর প্রয়োজনে কোনো ভিডিও ফুটেজ প্রয়োজন হলে ব্যবহার করুন। যার ভিডিও ফুটেজ ব্যবহার করছেন তাকে ভিডিও ক্রেডিট দিতে ভুলবেন না। না হলে, আপনার ভিডিওতে কপিরাইট ইস্যু আসবে। ভিডিও মনিটাইজেশন পাবেন না।

ভালো হয় যদি ফ্রি ভিডিও ফুটেজ এর পরিবর্তে লাইসেন্স করা ভিডিও ফুটেজ ব্যবহার করেন। এতে আপনার ভিডিওর মান বাড়বে।

ভিডিওতে ভয়েস ওভার করুন। ভিডিও ফুটেজ সর্ম্পকে বিস্তারিত বর্ণনা করুন। এতে ভিডিওতে নতুত্ব যুক্ত হবে।

ভিডিওতে একজন ব্যক্তিকে দেখান যে সমস্ত ভিডিতে বর্ণনা করছেন। এতে করে আপনার ভিডিওর কোয়ালিটি গ্রো করবে। দর্শকবান্ধব হবে। ফেসবুক মনিটাইজেশন পেতে সহয়াক হবে।

ফেসবুক পেজ মনিটাইজেশন

ফেসবুক পেজ মনিটাইজেশন হলো ফেসবুক বিজনেস পেজকে মনিটাইজেশন করিয়ে অর্থ উপার্জন করা। একটা সময় ছিল যখন ফেসবুক থেকে অর্থ উপার্জন বলতে পেজ থেকে উপার্জনকে বুঝানো হতো।

ফেসবুক পেজে ভিডিও করে ইনকাম করা যায়। লাইভ স্ট্রিমিং করে ইনকাম করা যায়। ব্যান্ড কোলা-বোরেশন করে ইনকাম করা যায়। এসব কনটেন্টকে মনিটাইজেশন করাতে হয়। ফেসবুক পেজ মনিটাইজেশন করাতে হলো কি শর্ত পূরণ করতে হয়। শর্তগুলো নিচে দেখানো হলো।

ফেসবুক পেজ মনিটাইজেশন পলিসি 2024

ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চাইলে, ফেসবুক মনিটাইজেশন পলিসি 2024 মেনে পেজ তৈরি করতে হবে। পেজকে প্রফেশনাল হতে হবে। পেজে নিজস্ব কনটেন্ট আপলোড করতে হবে। কোনো অবস্থাতেই কপিরাইটযুক্ত ফুটেজ যুক্ত করা যাবে না।

ফেসবুক মনিটাইজেশন পলিসি 2024 এর আলোকে ফেসবুক পেজকে মনিটাইজেশন করিয়ে ইনকাম করতে চাইলে নিচে শর্তগুলো ফলো করুন।

  • ফেসবুক পেজে সর্বনিম্ন ৫,০০০ (পাঁচ হাজার) ফলোয়ার থাকতে হবে;
  • বিগতে দুই মাসের হিসাবে অর্থাৎ ৬০ দিনের মধ্যে ৬০,০০০ মিনিট ওয়াচ-টাইম থাকতে হবে;
  • এই সময়ে ফেসবুক পেজে মিনিমাম ৫টি ভিডিও থাকতে হবে;
  • এই শর্তগুলো পূরণ হলে আপনার ফেসবুক পেজকে মনিটাইজেশনের আবেদন করতে পারবেন।

ফেসবুক রিলস মনিটাইজেশনের শর্ত

ফেসবুক মনিটাইজেশন পলিসি 2024 অনুযায়ী রিলস ভিডিও মনিটাইজেশন করাতে চাইলে অবশ্যই ইউনিক রিলস ভিডিও তৈরি করুন। ফেসবুক রিলস থেকে ইনকাম করতে কি কি শর্ত পূরণ করতে হয় দেখে নেয়া যাক।

আপনার ফেসবুক পেজে মিনিমাম এক হাজার (১০০০) ফলোয়ার থাকতে হবে। আপনার কান্ট্রি অফ রেসিডেন্ট অবশ্যই যোগ্য কোনো দেশে হতে হবে। আপনার চিন্তার কিছু নেই। বাংলাদেশে রিলস ভিডিও মনিটাইজশনের সুযোগ আছে।

  • রিলস ভিডিও ভার্টিকেল মুডে ধারণ করুন।
  • রিলস ভিডিও অবশ্যই ১৫ সেকেন্ডের বড় হতে হেব।
  • নিয়মিত রিলস ভিডিও আপলোড করুন।

ফেসবুক পেজ থেকে ইনকামে উপায়

ফেসবুক মনিটাইজেশন পলিসি 2024 অনুযায়ী কাজ করলে ফেসবুক পেজ থেকে অনেক উপায় ইনকাম করতে পারবেন। আসুন জেনে নিই ফেসবুক পেজ থেকে ইনকামের উপায়।

ফেসবুক স্টারস: ফেসবুক স্টারস হলো একটি ভার্চুয়াল গুডস। এটি সাধারণত ফেসবুক ব্যবহারকারী এবং কনটেন্ট ক্রিয়েটরে কাছ থেকে আসে। প্রতিটি স্টার থেকে আপনি এক সেন্ট করে পাবেন।

এডস অন রিলস; এডস অন রিলস হলো ফেসবুকের নতুন একটি ফিচার। এই ফিচার ফেসবুক কমিউনিটিতে ব্যপক আলোরণ সৃষ্টি করেছে।

রিলস ভিডিও হলো ভিডিওর শর্টস ফর্ম। সাধারণত, ১ মিনিট ২৫ সেকেন্ড থেকে ছোট ভিডিও রিলিস ভিডিতে আপলোড করতে পারবেন। রিলস ভিডিওর এঙ্গেজমেন্ট বেশি হয়।

রিলস ভিডিও থেকে ইনকাম করতে হলে নিয়মিত রিলস ভিডিও আপলোড করতে হবে। তাহলে, অপশনটি চালু করে দেয়া হবে। তখন রিলস ভিডিওতে এড দেখিয়ে টাকা ইনকা করতে পারবেন।

ইনস্ট্রিম এডস; ইনস্ট্রিম এডস হলো ফেসবুকের মূল ফিচার। ফেসবুকে লং ভিডিওতে এডস বসিয়ে টাকা ইনকাম করার অপশন। ইনস্ট্রিম এডস থেকে টাকা ইনকাম করতে চাইলে ইউনিক ভিডিও তৈরি করুন। নিয়মিত ভিডিও ধারণ করুন। আর আপলোড করুন। কারো ভিডিও কপি করবেন না।

ফ্যান সাবস্ক্রিপশন: ফ্যান সাবস্ক্রিপশন হলো ফেসবুকের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য তৈরি ভিডিও কনটেন্ট থেকে ইনকাম করা টাকা। এই অপশন থেকে টাকা ইনকাম করতে চাইলে, আপনার ভিডিও কোয়ালিটি অবশ্যই প্রিমিয়াম হতে হবে।

ফেসবুক বোনাস;

এবছরই ফেসবুক নতুন কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ প্রদান করার জন্য বোনাস অপশন চালু করেছে। যারা নতুন কনটেন্ট ক্রিয়েটা তাদেরকে কিছুটা ইনকাম করানো জন্য। কনটেন্ট তৈরিতে উৎসাহ প্রদান করার জন্য এই ব্যবস্থা। এটা শুধু নতুনরা না সবাই পেতে পারেন।

এর জন্য ফেসবুকে নিয়মিত ভিডিও আপনলোড করতে হবে। তাহলে, ফেসবুক বোনাস পাবেন। বোনসা পাওয়ার যোগ্য হলে ফেসবুক থেকে আপনাকে ইনভাইট করবে।

উপসংহার

ফেসবুক মনিটাইজেশন পলিসি 2024 নিয়ে আলোচনা করলাম। এই বছর যতো বড় বড় পরিবর্তন ফেসবুক এনেছ এগুলো কনটন্ট ক্রিয়েটরদের জন্য সহায়ক হয়েছে।

আগামী ২০২৫ সালেও ফেসবকু এই পরিবর্তনগুলো রেজাল্ট পাবে। আপনার উচিৎ এখন থেকেই ফেসবুক মনিটাইজেশন পলিসি 2024 এর নিয়ম মেনে কনটেন্ট আপলোড করা।

আজকের পোস্টটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ফেসবুক মনিটাইজেশেন নিয়ে আমাদের আরো পোস্ট আছে। পড়তে আমাদের সাইটের অন্য পেজগুলো ভিজিট করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top