Hamster kombat কি? Hamster kombat থেকে টাকা তোলার উপায় কি? Hamster kombat হলো অনলাইন প্ল্যাটফর্মে খেলা ভার্চুয়াল গেম। এটি অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে খেলা হয়ে থাকে। এই ধরণের গেমগুলো একটি সিস্টেমে তৈরি করা হয়। যেখানে, গেম খেলে টাকা ইনকাম করা যায়।
অর্থাৎ Play to Earn (P2E) Procedure Follow করে তৈরি করা হয়। Hamster kombat Game-এ বিভিন্ন চ্যালেঞ্জে আছে। এসব চ্যালেঞ্জে অংশ নিতে হয়। এসব চ্যালেঞ্জে জিতে ভার্চুয়াল কয়েন অর্জন করতে পারবেন। কয়েনের বিনিময়ে টাকা ইনকাম করতে পারবেন।
Hamster kombat হলো টেলিগ্রামে একটি গেম। সারা পৃথিবীর মতো বাংলাদেশেও Hamster kombat নিয়ে মাতামাতি চলছে। কেনই বা চলবে না।
এটির Airdrop Tasks সর্ম্পন্ন করে অনেক টাকা ইনকাম করার সুযোগ। আশা করছি, আগামী ২৬ তারিখে এই টাকা উত্তোলন করতে পারবেন। শেষ মূহূর্তে সম্ভাব্য যতো টাস্ক আছে করে ফেলুন। আর Hamster kombat থেকে টাকা তোলার উপায় জানা থাকলে পর্যাপ্ত পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন।
Hamster kombat Road Map
March 2024;
- Basic Game;
- Mining Updates;
- Earn Tasks;
April 2024;
- Referral System;
- LVL Ratings;
- Daily Rewards;
Upcoming:
- Achievements;
- Implementing tech for the largest AirDrop
- AirDrop Tasks;
- Gaming Platform;
- Live Events;
- Squads;
- Time-Limited Events
Hamster kombat থেকে টাকা ইনকামের উপায়:
Hamster kombat থেকে অনেক উপায়ে টাকা ইনকাম করা যায়। তবে, বেশকিছু টাস্ক আছে, যেগুলো সম্পূর্ণ না করলে, একটি টাকাও উত্তোলন করতে পারবেন না। মিনিমাম টাকা ইনকাম করার জন্য ব্যসিক কাজগুলো করে ফেলুন। আসুন দেখে নিই কিভাবে Hamster kombat থেকে টাকা ইনকাম করা যায়।
গেম খেলে টাকা ইনকাম
Hamster kombat-এ গেম খেলার সুযোগ আছে। এখানে বিভিন্ন প্রকার প্রতিযোগতিার আযোজন করা হয়। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। প্রতিযোগিতারয় জিতে পুরস্ককার জিতুন। এবং বড় অংকের প্রাইজমানি জেতার সুযোগ আছে। জিতে নিতে পারেন প্রাইজমানি। গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন।
Tournament-এ অংশগ্রহণ
Hamster kombat বিভিন্ন সময় টুর্নামেন্টের আয়োজন করে। এসব টুর্নামেন্টে বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেয়া হয়। নগদ অর্থ পুরস্কার জিততে এসব টুর্নামেন্টে অংশগ্রহণ করুন।
Hamster kombat Referral Program
Hamster kombat Referral Program অন্যসব গেমিং প্ল্যাটফর্মের মতো এখানে রেফারেল প্রোগ্রাম চালু আছে। নিজের বন্ধু, বান্ধবী, আত্মীয়-স্বজনদের মধ্যে রেফারেল লিংক শেয়ার করার ব্যবস্থা আছে।
আপনার শেয়ার করা লিংকে থেকে কেউ Hamster kombat-এ জয়েন করলে আপনাকে কমিশন দেয়া হবে। এভাবে, রেফারেল লিংক শেয়ার করে কমিশন অর্জন করতে পারেন।
অ্যাসেট বিক্রয়; Hamster kombat থেকে টাকা তোলার উপায়
গেমের মধ্যে বিভিন্ন অ্যাসেট আছে। এগুলো গেমিং অ্যাসেট। যেমন অ্যানিমাল আইটেম। এই গেমিং অ্যাসেট গুলো সংগ্রহ করা যায়। এগুলো সংগ্রহ করুন। এবং, মার্কেটে সেল করে টাকা ইনকাম করতে পারবেন।
Hamster kombat থেকে ইনকামের কিছু টিপস
যেকোনো গেম খেলার আগে সেই গেম সর্ম্পকে ভালো করে জানুন। গেম খেলার সকল কলাকৌশল বুঝার চেষ্টা করুন। গেম খেলার ট্রিকসগুলো বুঝতে পারলে, প্রতিযোগিতায় অংশ নিয়ে জিততে পারবেন। টাকা ইনকাম করতে পারবেন।
কোনো গেম সর্ম্পকে ভালোভাবে না জেনে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। অনলাইনে বিভিন্ন ধরণের ধান্দা থাকে। প্রতারণার ফাঁদ পাতা থাকে। সহজ সরল মানুষ পেলে ঠকায়। এজন্য গেম খেলে টাকা ইনকাম করার আগে নিশ্চিত হয়ে কাজ করবেন।
কোনো গেমিং প্ল্যাটফর্মে হুটহাট করে ইনভেস্ট করা উচিৎ হবে না। কারণ, বিভিন্ন প্রকার স্ক্যামে ভরা এসব গেমিং প্ল্যাটফর্ম। একটি টাকা ইনভেস্ট করার আগে, ভালোভাবে জেনে ইনভেস্ট করবেন। যেন, পরে পস্তাতে না হয়।
গেমিং প্ল্যাটফর্ম থেকে নিয়মিত আয় করা সহজ নয়। Hamster kombat থেকে ইনকাম করাও সহজ নয়। নিয়মিত ইনকাম করতে চাই ধারাবাহিকতা। পরিশ্রম আর ধর্য্য। ধর্য্যশীল এর পরশ্ররি ব্যক্তিরা গেমিং থেকে টাকা ইনকাম করতে পারবেন। Hamster kombat থেকে টাকা তোলার উপায় জেনে, টাকা উত্তোলন করতে পারবেন।
Hamster kombat কয়েন এর দাম কতো হবে?
Hamster এর প্রতিটি কয়েনের দাম কতো হবে? এমন প্রশ্নের সঠিক উত্তর দেয়া সম্ভব নয়। কারণ, আগে থেকে নিশ্চত করা বলা সম্ভব নয়। তবে, কয়েন লিস্টিং হলে বলা সম্ভব। সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
আমাদের আগ্রহের জন্য একটু ধারণা দিয়ে রাখি। বিভিন্ন কমিউনিটিতে আলোচনা হচ্ছে। কতো দিতে পারে কয়েনের মূল্য। সেটার উপর ভিত্তি করে বলা যায় যে,
প্রতিটি কয়েনে মূল্য হতে পারে 0.001$ or 0.0001$ এর আসে পাশে। কোনো কোনো কমিউনিটিতে বলা হচ্ছে OKX:$0.0912 USD আবার এখন পর্যন্ত Hamster kombat ট্রেডিং-এ $0.086 এখন দেখার পালা কতো করে দেয়। আশাকরি ভালো কিছু অপেক্ষা করছে। বাকি সময়টুকু নষ্ঠ করবেন না। কাজ চালিয়ে যান।
Hamster kombat Airdrop Payment কবে দিবে?
আমার মনে হয়, এটা নিয়ে আলোচনা করার সময় শেষ। আপনারা সবাই জেনে গেছেন। Hamster kombat কবে এয়ারড্রপ পেমেন্ট দিবে বলে ঘোষণা দিয়েছে।
সেপ্টম্বরের ২৬ তারিখ হতে চলেছে সেই মহেদ্রক্ষণ। যখন Hamster kombat তার গেমারদের কয়েনের জন্য পেমেন্ট বা Airdrop Payment দিয়ে দিবে।
Hamster kombat থেকে টাকা তোলার উপায়:
Hamster kombat থেকে টাকা তোলার উপায় জানা থাকলে, টাকা ইনকাম করার পরে উত্তোলন নিয়ে কোনো সমস্যা হবে না। তাই, আগামী ২৬ তারিখ আসার আগেই Hamster kombat থেকে টাকা তোলার উপায় জেনে নিন।
টাকা তোলার জন্য প্রথম নিশ্চিত হতে হবে যে, Hamster kombat এর কয়েন লিস্টিং হয়েছে। কয়েন যদি লিস্টিং না হয়। তাহলে, যতো কয়েনই ইনকাম করেন না কেন কোনো লাভ নেই। তাই প্রথম শর্ত হলো কয়েন লিস্ট হতে হবে।
আপনার একটি ওয়ালেট অ্যাকাউন্ট থাকতে হবে। এই ওয়ালেট অ্যাকাউন্টের এড্রেসটি আপনার Hamster kombat এর সাথে যুক্ত করতে হবে। ওয়ালেট কানেক্ট হয়েছে কিনা তা নিশ্চত হয়ে নিন। ওয়ালেট যুক্ত হলে, Hamster kombat থেকে অর্জিত ডলার আপনার ওয়ালেট অ্যাকাউন্ট চলে আসবে।
লিস্টিং হয়ে গেলে Hamster এর জমানো কয়েনগুলোকে Hamster থেকে এক্সচেঞ্জারে ট্রান্সেসফার করতে হবে। এবার, এই এক্সচেঞ্জারে আপনার কয়েনগুলোকে সেল করতে পারবেন। কয়েন সেল করে ডলার পাবেন। Hamster kombat থেকে টাকা তোলার উপায় জেনে নিয়ে সহজে টাকা উত্তোলন করুন।
এবার, এই ডলার ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে উত্তোলন করতে পারবেন। আর, আপনার ইন্টারন্যাশনাল গেটওয়ে না থাকলে, ভিন্ন পন্থা অবলম্বন করুন। বিকাশ বা নগদে পেমেন্ট নিয়ে নিন। সেই ব্যবস্থায় আছে।
ডলার ক্রয়-বিক্রয় এর অ্যাপস আছে। এমন সব ফাইন্যান্স অ্যাপসে গিয়ে আপনার ডলার বিক্রয় করুন। ডলার বিক্রয় করা অর্থ বিডিটিতে নিতে পারবেন। তারা, আপনাকে বিকাশ বা নগদে পেমেন্ট করে দিবে।
উপসংহার:
উপরের আলোচনা থেকে বলতে পারিযে, Hamster kombat-এ অনেকগুলো টাস্ক সম্পূর্ণ করে ভার্চুয়াল কয়েন অর্জন করা যায়। এক্সচেঞ্জারের মাধ্যমে ডলার দেয়ার ঘোষণা দিয়েছে Hamster kombat। Hamster kombat থেকে টাকা তোলার উপায় জেনে নিয়েছেন এবার কাজ করুন।
আগামী ২৬ তারিখে পেমেন্ট দেয়ার কথা। এখন দেখার বিষয় সত্যিই দিবে। নাকি সবটাই তাদের স্ক্যাম। সবার ভালো কিছুর অপেক্ষায় থাকলাম।