টানা ১০ দিন মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছন্ন থাকার পর রবিবার (২৮ জুলাই ২০২৪) বেলা ৩ ঘটিকায় চালু হলো মোবাইল ইন্টারনেট সংযোগ। দেশে মোবাইল ইন্টারনেট সংযোগ চালু হওয়ার পর প্রথম এমন ঘটনা ঘটলো। অনেক গ্রাহকের অব্যবহৃত মোবাইল ডাটা প্যাকেজের মেয়াদ শেষ হয়েছে। গ্রাহকদের কথা বিবেচনা করে ৫ জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছেন সকল মোবাইল অপারেটর কোম্পানি।
সকল মোবাইল ইন্টারনেট গ্রাহক ফ্রি ইন্টারনেট পাবেন ৩দিন (৭২ ঘন্টা) মেয়াদে। বোনাস ৫ জিবি ডাটা ব্যবহার করতে পারবেন স্যোশাল মিডিয়াছাড়া যেকোনো কাজে। আপনারা যারা এখনো ৫ জিবি ডাটা পাননি তাদের টেনশনের কিছু নেই। পর্যায়ক্রমে সকল মোবাইল ইন্টারনেট গ্রাহক ফ্রি ইন্টারনেট পাবেন।
সকল মোবাইল অপারেটর এসএমএসের মাধ্যমে “৫ জিবি ফ্রি ইন্টারনেট” চালুর নটিফিকেশন দিয়ে গ্রাহকদের অবগত করছেন। বোনাস ডাটার মেয়াদ চেক করার কোডও দিয়ে দিচ্ছেন।
বাংলালিংক ২৮ জুলাই রাত থেকে বোনাসের ফ্রি ইন্টারনেট প্যাকেজ দেয়া শুরু করেছে। গ্রামীন ২৯ জুলাই থেকে দেয়া শুরু করেছে। ফ্রি টাকা ইনকাম নগদে পেমেন্ট সর্ম্পকে জনাতে এই পোস্টটি পড়ুন।
অন্য অপারেটরগুলোও শুরু করেছে। সকল গ্রাহককে এক সাথে দেওয়া সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে দেয়া হবে। সকল মোবাইল গ্রাহক বোনাস ডাটা পাবেন।
গ্রামীনফোনের বোনাস ৫ জিবি ফ্রি ইন্টারনেট:
গ্রামীনফোনের বোনাস ফ্রি ইন্টারনেট প্যাকেজ দেয়ার এসএমএস উল্লেখ করছে; আপনি পেয়েছেন ফ্রি ৫ জিবি ইন্টারনেট (৭২ ঘন্টা)।
ব্যালান্স জানতে ডায়াল করুন *১২১*১*৪# বা https://mygp.li/da।
গ্রামীনফোনের মাইজিপি অ্যাপে গিয়েও ফ্রি ইন্টারনেট এর ব্যালান্স জানতে পারবেন।
এছাড়াও গ্রামীনফোনের মিনিট প্যাকেজ, ইন্টারনেট প্যাকেজসহ বিস্তারিত জানতে মাইজিপি অ্যাপ ব্যবহার করুন। গুগল প্লে স্টোর থেকে মাইজিপি অ্যাপটি ডাউনলোড করুন।
টেলিটকের বোনাস ফ্রি ইন্টারনেট:
টেলিটক বোনাসের ফ্রি ইন্টারনেট প্যাকেজ দিয়ে নটিফিকেশন দিয়েছে; Teletalk Gift Volume 5GB পেয়েছেন। বিস্তারিত দেখতে এবং ডাটা প্যাকেজ এর ব্যালান্স জানতে এসএমএস চেক করুন।
এছাড়াও টেলিটকের বিভিন্ন মিনিট প্যাকেজ এবং ইন্টারনেট প্যাকেজ সর্ম্পকে জানতে নটিফিকেশন চেক করুন।
বাংলালিংকের বোনাস ৫ জিবি ফ্রি ইন্টারনেট:
বাংলালিংক তাদের গ্রাহকদেরকে বোনাসের ৫ জিবি ইন্টারনেট প্যাকেজ দিয়েছে সবার আগে। ফ্রি বোনাস প্যাকেজ দেয়ার পরে এসএমএস দিয়েছে এভাবে যে, আপনার বাংলালিংক 4G Internet এর 5GB প্যাকেজ ইন্টারনেট চালু হয়েছে।
বাংলালিংকের বিভিন্ন মিনিট প্যাকেজ এবং ইন্টারনেট প্যাকেজ সর্ম্পকে বিস্তারিত জানতে জানতে বাংলালিংক অ্যাপ ব্যবহার করুন। বাংলালিংক অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন।
কারা ৫ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন:
মোবাইল অপারেটরগুলো জানিয়েছে যে, কারা বোনাসের এই ডাটা প্যাকেজ পাবেন। যারা বোনাস পাওয়ার জন্য যোগ্য তাদেরকে অপারেটরগুলো এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবেন। মোবাইল ডাটা চালু হওয়ার এখন অপারেটরগুলো এই নিয়ে কাজ করছে।
ডাটা প্যাকেজের মেয়াদ:
বোনাস ডাটা প্যাকেজ চালু হওয়ার পর থেকে পরবর্তী ৭২ ঘন্টা বা ৩ দিনের মধ্যে বোনাস ডাটা ব্যবহার করতে হবে। ৭২ ঘন্টা পরে বোনাস ডাটার মেয়াদ শেষ হয়ে যাবে। ফ্রি লটারী খেলে টাকা ইনকাম জানতে এই পোস্টটি পড়ুন।
ক্রয়কৃত ৫ জিবি ডাটা ফেরত পাবেন?
গত ১৮ জুলাই, ২০২৪ রাতে সারাদেশে মোবাইল ইন্টারনেট শাটডাউন হয়ে যায়। অপারেটর কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন যে, গত ১৮ জুলাই রাতের আগে যেসব গ্রাহক ইন্টারনেট প্যাকেজ কিনেছিলেন। এবং দেশব্যাপী ইন্টারনেট শাটডাউন হওয়ার ১০ দিন সময়ের মধ্যে মেয়াদ অতিক্রম করেছে। তারা এই বিশেষ অফারের ফ্রি ইন্টারনেট ডাটা পাবেন। এছাড়াও যেসব গ্রাহকদের ইন্টারনেট প্যাকেজের ১ জিবি থেকে ১.৫ জিবি পর্যন্ত ছিল, তাদেরও বোনাস ৫ জিবি দেয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত রবিবার, ২৮ জুলাই ২০২৮ জানিয়েছেন যে, বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়েছি যে, যেসব গ্রাহক মোবাইল ইন্টারনেট চালুর পর 4G সেবায় যুক্ত হবেন, তাদের প্রত্যেকেই মোবাইল ইন্টারনেট এর ফ্রি ইন্টারনেট পাবেন। যে বোনাস ডাটা প্যাকেজের মেয়াদ থাকবে ৩ দিন বা ৭২ ঘন্টা। এই সিদ্ধান্তের ব্যাপারে সকল মোবাইল অপারেটর কোম্পানিগুলো সম্মত হয়েছে।
উপসংহার:
মোবাইল নেটওর্য়াক এর শাটডাউনের পর থেকে অনেক সময় পার হয়েছে। সাধারণ গ্রাহক অনেক সমস্যায় ছিলেন। এখন প্রাত্যহিক জীবনের সব সার্ভিস অনলাইনভিত্তিক। তাই মোবাইল ইন্টারনেট সংযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ।
এখন মোবাইল ইন্টারনেট চালু হওয়ায় জনজীবন এখন স্বাভাবিক। ফ্রি ডাটার পাশাপাশি প্রিমিয়াম প্যাকেজ কিনে ব্যবহার করতে গ্রামীনফোন, বাংলালিংক, রবি, এবং টেলিটকের অফিসিয়াল সাইট ভিজিট করুন।
BaddieHub I very delighted to find this internet site on bing, just what I was searching for as well saved to fav