ইউটিউব শর্টস থেকে ইনকাম করার উপায়/ ভাইরাল শর্টস ভিডিও

ইউটিউব হলো অনলাইন ভিত্তিক, বিশ্বব্যাপী ভিডিও শেয়ারিং একটি প্ল্যাটফরম। যা ভিডিও শেয়ারিং সামাজিক যোগায়োগ মাধ্যমে হিসেবে পরিচিত। ইউটিউব ২০০৫ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকেই ইউটিউবের জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল। তাই তো ইউটিউবের পপুলারিটির কথা বিবেচনা করে টেক জায়ান্ট গুগল, ২০০৬ সালের অক্টোবরে ইউটিউব কিনে নেয়। ইউটিউব কিনতে গুগলের ব্যয় হয়েছিল ১.৬৫ বিলিয়ন ডলার। টেক জায়ান্ট ইউটিউব কিনে যে কোনো ভুল করেনি তা তো আপনি, আমি বুঝে গেছি। কারণ ইউটিউব থেকে অলরেডি গুগলের আয় ২৭ বিলিয়ন ডলার। আমরা চাইলে ইউটিউব শর্টস থেকে ইনকাম করতে পারি।

Table of Contents

ইউটিউব শর্টস থেকে ইনকাম:

আমরা জানি, ইউটিউব ভিডিও শেয়ারিং সামাজিক যোগায়োগ মাধ্যম। সাধারণের জন্য একাউন্ট বা চ্যানেল তৈরি উন্মুক্ত রয়েছে। যেকেউ চাইলে ইউটিউবে একটি চ্যানেল খুলতে পারবেন। আর চ্যানেলে ভিডিও আপলোড করে পাবলিক করতে পারবেন। পাবলিক করলে, যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় তাহলে ভিউয়াররা আপনার ভিডিও দেখবেন। এবং আপনার চ্যানেল সাবসক্রাইব করে রাখবেন। এভাবে যখন আপনার চ্যানেলে ১-হাজার সাবসক্রাইবার, ৪-হাজার ঘন্টা ওয়াচটাইম হবে, তখন চ্যানেল মনিটাইজ করাতে পারবেন। গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।  

কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়:

ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে চাইলে, আপনার একটি ইউটিউব চ্যানেল থাকতেই হবে। আর আপনার নিজের একটি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন তা নিম্ন দেওয়া হলো।

  • একটি মোবাইল বা কম্পিউটার
  • ইন্টারনেট সংয়োগ
  • ইমেইল আইডি
  • একটি সচল মোবাইল নাম্বার

উপরোল্লিখিত উপাদানগুলো যখন আপনার হাতে আছে, তখন আপনি একটি ইউটিউব চ্যানেল খুলার জন্য প্রস্তুত। এবার আপনার ডিভাইস থেকে যেকোনো একটি ব্রাউজারে গিয়ে ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন। তারপর মনিটরের উপরে ডানপাশে প্রফাইল আইকনে ক্লিক করুন। আপনার ইতোমধ্যে চ্যানেল খুলা না থাকলে, Create Your Channel এমন একটি অপশন পাবেন। আপনার চ্যানেলের একটি নাম দিন। একটি হ্যান্ডেল দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করুন। আপনার একটি চ্যানেল তৈরি হয়ে যাবে।

How Manage YouTube Channel Setting:

সাধারণ চ্যানেলটিকে অসাধারণ বানাতে হবে। তারমানে প্রফেশনালি সেটিং করতে হবে। তারজন্য নিচের কাজ গুলো ঠিকমতো করুন।

  • Email Verification
  • Channel Logo
  • Profile Picture
  • Channel Tags
  • Keywords
  • Channel Description
  • Channel Mobile Number Verification
  • Channel Watermark
  • Linked Your Social Media
  • Linked Your Contact ID

ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে ইউটিউব শর্টস থেকে ইনকাম

আপনি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করুন। আর ইউটিউব থেকে টাকা ইনকাম করুন। এখন কথা হলো ইউটিউব চ্যানেল মনিটিাইজ করার কিছু শর্ত আছে। দেখে নেয়া যাক কি কি শর্ত আছে।

  • YouTube Long or Regular Video;
  • Consideration Last 12 Month or 1 years
  • 1000 Subscribers
  • 4000 Hours Watch Time
  • Two Step Verifications
  • No Copyright Strike
  • And Channel Review

For Shorts Video List:

  • 10 Million Views
  • 90 days or 3 Months
  • All others Condition are same

ইউটিউব শটস:

ইউটিউব শর্টস থেকে ইনকাম

বর্তমানে বিশ্বব্যাপী স্বল্প দৈঘ্যের ভিডিওর জনপ্রিয়তা আকাশচুম্বী। টিকটক এর শর্টস ভিডিও পৃথিবীব্যাপী আলোরণ তুলেছে। তাদের জনপ্রিয়তাকে টিক্কা দিতেই ইউটিউব শর্টস ভিডিও ফিচারটি নিয়ে আসছে। তাদের ইউটিউব প্ল্যাটর্ফমে যুক্ত করেছে। শর্টস ভিডিও মূলত ৬০ সেকেন্ড বা তার কম সময়ের ভার্টিক্যাল রেশিও এর ভিডিও। ভিডিও অরিজিনাল সাউন্ড এর পাশাপাশি ইউটিউব শর্টস লাইব্রেরি থেকে সাউন্ট, মিউজিক, গান ইত্যাদি ব্যবহার করতে পারবেন। তবে মাত্র ১৫ সেকেন্ড এর পর ভিডিও এর অরিজিনাল সাউন্ড ছাড়া অন্য সাউন্ড বা গান অ্যবেইলঅ্যবইল নয়।

কিভাবে ইউটিউব শর্টস ভিডিও তৈরি করতে হয়:

ইউটিউব শর্টস তৈরি করা খুবই সহজ। মূলত ৬০ সেকেন্ড এর কম এমন ভার্টিক্যাল এ্যাসপেক্ট রেশিও এর ভিডিওই হলো শর্টস ভিডিও। শর্টস ভিডিও তৈরির জন্য যখন, আপনি ভিডিও ধারণ করে নিন। তারপর ভিডিওর সাথে যেসাউন্ড বা ভয়েস ওভার করছেন সেই ভয়েস ওভার ব্যবহার করতে পারবেন। আপনি যদি ১৫ সেকেন্ড এর থেকে বড় ভিডিও ইউটিউবে আপলোড করতে চান তাহলে, অবশ্যই ভিডিও ধারণ করার সময় ভয়েস ওভার করার চেষ্টা করবেন। আর আপনি যদি ইউটিউবের সাউন্ড ব্যবহার করেন। তাহলে ১৫ সেকেন্ড এর পর আর সাউন্ড বা মিউজিক বাজবে না।

যেভাবে ইউটিউব অ্যাপ থেকে শর্টস ভিডিও তৈরি:

শুরুতে আপনার মোবাইল ফোন থেকে ইউটিউব অ্যাপসে গেলে, মোবাইলের নিচের দিকে কয়েকটি ফিচার দেখতে পাবেন যেমন,

  • Home
  • Shorts
  • (+) Icon
  • Subscriptions
  • Library

এবার আপনাকে প্রথমেই এই (+) আইকনে ট্যাপ করুন। যখন প্লাস আইকনে ট্যাপ করবেন। তখন আপনার সামনে এরকম একটি ফিচার চলে আসবে। যেখানে আপনি;

  • Create a Short
  • Upload a Video
  • Go live
  • Create a Post

এগুলো দেখতে পাবেন।

এবার এইধাপে Create a Short বাটনে ট্যাপ করুন। তারপর আপনাকে ইউটিউব শর্টস ক্রিয়েশন ফিচারে নিয়ে যাওয়া হবে। এবার আপনি এমন একটি ফিচার দেখতে পাবেন।

আরো পড়ুন: ফেসবুক পেজের নামের স্টাইল

Add sound      15s

  • Flip
  • Speed
  • Timer
  • Effects
  • Green screen
  • Retouch
  • Filters
  • Lighting
  • Flash

Gallery        Start Menu

15s:  

আপনি যদি ১৫ সেকেন্ড এর থেকে বড় শর্টস ভিডিও আপলোড করতে চান, তাহলে আপনাকে  মোবাইল স্কিন এর উপরের ডানপাশে 15s-এ ট্যাপ করুন। তাহলে ৬০ সেকেন্ড থেকে ছোট শর্টস ভিডিও তৈরি করতে পারবেন।

Add Sound:

আপনার শর্টস ভিডিতে যদি ইউটিউব এর বিভিন্ন হিন্দি গান, ভারতীয় বাংলা গানসহ যেকোনো মিউজিক বা সাউন্ড ব্যবহার করতে চান, তাহলে Add Sound-এ ট্যাপ করুন। আপনার পছন্দ মতো গান বা সাউন্ড পাওয়ার জন্য ব্রাউজ করুন। আর আপনার শর্টস ভিডিওতে ব্যবহার করুন। শটস ভিডিওতে গান বা মিউজিক ব্যবহার করার ফলে শটস ভিডিও অনেক বেশি আকষণীয় হয়। এবং ভাইরাল হওয়ার সম্ভবনা বেড়ে যায়।

Flip;

ফ্লিপ ব্যবহার করে শর্টস ভিডিও ধারণ করার সময় Font Camera and Back Camera ব্যবহার করার অপশন। যখন আপনার ভিডিওর প্রয়োজনে ফন্ট ক্যামেরা ব্যবহার করা তখন ফ্লিপ ব্যবহার করুন।

Speed;

শর্টস ভিডিও মূলত আকর্ষণীয় করতে, ভিডিওকে স্লো মোশন, এবং ভিডিওর স্পিড বাড়ানোর প্রয়োজন হয়। তখন স্পিড বাড়াতে বা কমাতে ‍স্পিড ফিচার টি ব্যবহার করুন। এবং আপনার ভিডিও আরোও আকর্ষণীয় করে তুলন, দেখবেন ভিডিও ভাইরাল হতে বাধ্য।

Timer:

টাইমার অপশনে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এমন একটি অপশন চলে আসবে।

Countdown:

3s         10s       20s

Drag to Change where Recording stops

0s                       15s

                   Start

এমন একটি অপশন থেকে আপনি কি সিলেক্ট করতে পারবেন। উপরে যে, টাইমার কাউন্টডাউন আছে, এখান থেকে ৩সেকেন্ড ১০ সেকেন্ড বা ২০ সেকেন্ড টাইম সেট করে আপনি ভিডিও ধারণ করার জন্য রেডি হতে পারেন। তারপর নিদিষ্ট সময় থেকে ভিডিও ‍স্টার্ট হবে।

Effects:

ইফেক্টস দেওয়া আছে। আপনি  চাইলেই যেকোনো ইফেক্ট ব্যবহার করে আপনার শর্টস ভিডিওর কোয়ালিটি বাড়াতে পারেন।

Green Screen: ভিডিও ধারণ করার জন্য এই গ্রিন স্কিন অপশন ব্যবহার করতে পারেন।

এছাড়া আপনার ভিডিওর জন্য

  • Retouch
  • Filters
  • Lighting
  • Flash

ইত্যাদি অপশনগুলো ব্যবহার করতে পারেন। তাতে আপনার শর্টস ভিডিও কোয়ালিটি অনেক ইম্প্যুভ করবে। এখান থেকেই আপনি আপনার ভিডিওতে টেক্সট বা লেখা লিখতে পারবেন। আর যখন আপনার

ভিডিও ধারণ সম্পন্ন হবে, তখন Done Tap করুন। তারপর Next Button tap করুন। এবার আপনার সামনে এমন একটি অপশন চলে আসবে।

Add details :

Title: টাইটেলে গিয়ে আপনার শর্টস ভিডিওর জন্য একটি প্রাসঙ্গিক টাইটেল লিখুন। আর টাইটেলে অবশ্যই হ্যাশট্যাগ(#) ব্যবহার করবেন।

  • Caption Your Short
  • Visibility
  • Location
  • Audience
  • Comments

More Upload Short, ইউটিউব শর্টস থেকে ইনকাম

আপনার শর্টস আপলোড হয়ে গেল। এবার YouTube Studio থেকে আপনার শর্টস ভিডিওর একটি প্রফেশনাল ডেসক্রিপশন লিখুন। এবং যেকাজ খুব ভালো করে করতে হবে তা হলো ট্যাগ দিতে হবে। শর্টস ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই খুব ভালো মানের ট্যাগ ব্যবহার করতে হবে। তারপর শর্টস ভিডিও পাবলিক করতে হবে।

ইউটিউব শর্টস থেকে ইনকাম এর উপায়:

ইউটিউব থেকে ইনকামের অন্যান্য উপায়ের মতো ইউটিউব শর্টস একটি। শর্টস ‍ভিডিওগুলো যেমন ভাইরাল করা সহজ হয়। তেমনি ভাইরাল শর্টস ভিডিও থেকে ইনকামও হয় অনেক। ইউটিউব থেকে কি কি উপায়ে ইনকাম করা যায় তাই আমরা দেখে নিবো। ইউটিউব তাদের নতুন এই ফিচারটি জনপ্রিয় করে তুলতে, শর্টস কনটেন্ট ক্রিয়েটরদের আগ্রহী করে তুলতে একটি প্রজেক্ট হাতে নিয়েছে। ২০২১ -২০২২ সাল পর্যন্ত যারা শর্টস ভিডিও আপলোড করছে তাদের কে শর্টস ফান্ড থেকে বোনাস প্রদান করে।

ইউটিউব শর্টস থেকে ইনকাম এর উপায় শর্টস ফান্ড:

ইউটিউব যখন শর্টস ফিচার টি লন্স করে, তখন তাদের শর্টস কনটেন্ট ক্রিয়েটদেরকে উৎসাহ দেয়ার জন্য ১০০-মিলিয়ন ডলারের একটি ফান্ড গঠন করা হয়। উদ্দেশ্য ছিল নতুন শর্টস ফিচার জনপ্রিয় করা হয়। কনটেন্ট ক্রিয়েটরদের বোনাস প্রদান করা। কিছু শর্ত পূরণ করে একজন কনটেন্ট ক্রিয়েটর মাসে ১০০ ডলার থেকে ১০,০০০ ডলার পেতে পারেন।

যদিও বাংলাদেশ প্রথমদিকে শর্টস ফান্ড এর আওতাভুক্ত ছিল না। কিন্তু পরে বাংলাদেশকে শর্টস এর জন্য বিবেচনা করা হয়েছিল। চ্যানেল মনিটাইজেশন অন না থাকলেও ইউটিউব কমিউনিটি গাইডলাইন মেনে শর্টস ভিডিও তৈরি করলে বোনাস পেতে পারতো।

শর্টস বোনাস ইউটিউব শর্টস থেকে ইনকাম:

ইউটিউব থেকে শর্টস বোনাস পাওয়ার শর্ত হলো আপনার শর্টস ভিডিওটি অরিজিনাল হতে হবে। আপনি যদি ইউটিউব এর সকল শর্ত মেনে শর্টস ভিডিও আপলোড করেন, তাহলে শর্টস বোনাস পাবেন। প্রতি মাসেই শর্টস বোনাস দেওয়া হতো। শর্টস বোনাস পেতে আপনাকে কিছু শর্ত মেনে ভিডিও আপলোড করতে হবে।

  • বিগত ৬ মাসে বা ১৮০ দিনে চ্যানেলে ১ টি শর্টস ভিডিও আপলোড থাকতে হবে।
  • ইউটিউব চ্যানেলের সকল প্রকার কপিরাইট এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মেনে চলতে হবে।
  • শর্টস ভিডিওতে অন্য কোন সোশ্যাল মিডিয়ার ওয়াটারমাক থাকতে পারবে না।
  • অন্য কোন ইউটিউব ভিডিওর অংশ সরাসরি আপলোড করলে শর্টস বোনাস পাবেন না।
  • কনটেন্ট ক্রিয়েটদের বয়স কমপক্ষে ১৩ বছর বা তার বেশি হতে হবে।

ইউটিউব শর্টস কিভাবে পাবেন:

ইউটিউবের শর্টস ফিচার এর সকল শত মেনে শর্টস ভিডিও আপলোড করলে আপনি আপনি ইউটিউব থেকে শর্টস বোনাস পাবেন। আপনি যদি বোনাস পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে আপনার ইমেইল এবং ইউটিউব নটিফিকেশন এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ইমেইল বা নটিফিকেশন দেয়া হয়। সাধারণত মাসের ৮-তারিখ থেকে ১০-তারিখের মধ্যে। আর মাসের ২৫-তারিখের মধ্য যদি কেউ এই বোনাসের জন্য আবেদন না করেন তাহলে, তিনি সেই মাসে আর বোনাস পাবেন না। তাই প্রতিমাসের আপনার ইমেইল এবং ইউটিউব নটিফিকেশন চেক করুন নিয়মিত।

ইউটিউব শর্টস ভিডিও মনিটাজেশন:

এখন ইউটিউব ভিডিও মনিটাইজেশনের মাধ্যমে ইউটিউব পাটনার প্রোগ্রাম থেকে ইনকাম করা যায়। এখন আর ইউটিউব শর্টস বোনাস দেওয়ার জন্য নিদিষ্ট সংখ্যক চ্যানেল নয়, এখন থেকে মনিটাইজেশন করে ইনকাম করা যাবে। শর্টস মনিটাইজেশনের শর্তগুলো আগেই আলোচনা করেছি আপনাদের সুবিধার জন্য আবার দেওয়া হলো

  • YouTube  Video
  • Consideration Last 12 Month or 1 years
  • 1000 Subscribers
  • Two Step Verifications
  • No Copyright Strike
  • 90 days or 3 Months
  • 10 Million Views

ইউটিউব শর্টস এড ফিড:  

ইউটিউব শর্টস থেকে ইনকাম করতে চান? তার জন্য আপনার ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওতে প্রচুর ভিউ হতে হয়, যদি এই ভিউ শর্টস ফিড থেকে আসে তাহলে শর্টস এড ফিড থেকে আসা এড থেকে আপনার ভিডিওতে এড দেখানো হবে। এই এড দেখানোর মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের শর্টস এড ফিড থেকে টাকা ইনকাম করতে পারবেন।

সুপার চ্যাট এর মাধ্যমে ইনকাম:

আপনার শর্টস ‍ভিডিও ভাইরাল হলে প্রচুর ভিউ পাবেন। এভাবে যখন আপনার একাধিক শর্টস ভিডিও ভাইরাল হয়ে যায়, প্রচুর ভিউয়ার পাবেন। এসব ভিউয়ার যখন আপনার সাথে চ্যাট করতে পারবেন, চ্যাট করার সময় আপনার ভিউয়ার সরাসরি আপনাকে কিছু বোনাস বা গিফট দিতে পারবে। এখান থেকে ইনকাম করতে পারবেন। তবে বাংলাদেশে এখনো এই ফিচার চালু হয়নি। শুধু আপনার জেনে রাখার জন্য তথ্যটা শেয়ার করলাম।

অ্যাফিলিয়েট মাকেটিং করে ইনকাম করতে পারবেন:

আপনার ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করে অ্যাফিলিয়েট মাকেটিং করে ইনকাম করতে পারবেন। যেকোন একটি অ্যাফিলিয়েট সাইটের রেজিট্রেশন করে তাদের লিংক আপনার শর্টস ভিডিওতে বা ভিডিওর ডেসক্রিপশনে এড করে দিন। এই লিংকে ক্লিক করে সেই অ্যাফিলিয়েট সাইটে গিয়ে পরবতী ২৪ ঘন্টা যত পণ্য কিনবেন তার ৫-২০ % কমিশন পাবেন আপনি।

সিপিএ মাকেটিং ইউটিউব শর্টস থেকে ইনকাম

ইউটিউব চ্যানেল-এ শর্টস ভিডিও আপলোড করেন। আর ঠিক একই রকমভাবে অ্যাফিলিয়েট মাকেটিং এর মতো সিপিএ মাকেটিং করে ইনকাম করতে পারবেন।

স্পন্সড ভিডিও ইউটিউব শর্টস থেকে ইনকাম আরেকটি উপায়

আপনি যদি ভালো কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। আপনার ইউটিউব চ্যানেলে যদি অনেক ভাইরাল শর্টস ভিডিও থাকে তাহলে দেখবেন, অনেক ব্যক্তি, কোম্পানি, প্রতিষ্ঠান, কপোরেট ব্যক্তি আপনার সাথে যোগায়োগ করবেন, এবং আপনার শর্টস ভিডিওর জন্য স্পন্সড করতে চাইবেন, তখন আপনি তাদের কাছ থেকে টাকা নিয়ে স্পন্সড ভিডিও তৈরি করে টাকা ইনকাম করতে পারবেন।

ইউটিউব শর্টস ফিচার যে, টিকটক বা অন্য সোশ্যাল প্ল্যাটফরম কে টিক্কা দিতে পারছেন, তা আমরা বুঝেই গেছি। ইউটিউব শর্টস ভিডিও অনেক জনপ্রিয় হচ্ছে। এবং দিন দিন তা আরো বাড়বে। ইউটিউব যে শুধু ক্যারিয়ার হিসেবে ভালো তাই নয়, ইউটিউবিং করা এখন স্মার্ট ক্যারিয়ার। প্যাসিভ ইনকাম জেনারেট করা যায়। দেশের লক্ষাধিক মানুষ ইউটিউব লক্ষ-লক্ষ টাকা ইনকাম করছে।

আমাদের কথা:

পরিশেষে উপরের আলোচনা থেকে বলতে পারিযে, আপনি যদি মনস্থির করেন, ইউটিউবিং করে আপনার ক্যারিয়ার গড়বেন, তাহলে আর দেরি না করে আজই একটি ইউটিউব চ্যানেল খুলুন। আর শর্টস ভিডিও আপলোড করুন। শর্টস ভিডিওতে প্রচুর ভিউস আসে। চ্যানেল দ্রুত র‌্যাংক হয়।  সাবসক্রাইবার সহজেই পাওয়া যায়। প্র শর্টস শটস ভিডিও ক্রিয়েট করুন। শর্টস ভিডিও ক্রিয়েট করা তুলনামূলক সহজ। তারপর চ্যানেলে যখন অনেক সাবক্রাইবার হয়ে যাবে তখন রেগুলার ভিডিও করবেন। এভাবেই সফল ইউটিউব ক্যারিয়ার গড়ে শর্টস ভিডিওসহ অন্যসব ইনকাম করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top