আয়কর রিটার্ন ফরম জমা দিন ঘরে বসে
আমার কাকা তার অনাবাদি কয়েক বিঘা জমি বিক্রয় করেছেন। হাতে অনেকগুলো টাকা আছে। এতোগুলো টাকা হাতে রাখলে অনাবর্শ্যক কাজে ব্যয় হয়ে যাবে। ব্যাংকে রাখলে কোনো লাভ ছাড়া পড়ে থাকবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, টাকাগুলো এভাবে ফেলে না রেখে সঞ্চয় পত্রে বিনিয়োগ করবেন। যেই ভাবনা সেই কাজ। গেলেন জাতীয় সঞ্চয় পত্রে বিনিয়োগ করার জন্য কিন্তু ব্যর্থ […]