Google birthday; Google started a humble journey

আজকে ২৭ সেপ্টেম্বর ২০২৩-ইং Google‘s 25th Birthday জন্মদিন। Google বিশেষ দিনটিকে স্মরণ করতে একটি Doodle চালু করেছে। Google সিলভার যুবিলি পালন করছে। গুগল একটি বিশেষ ডুডলের মাধ্যমে তার 25তম Google birthday স্মরণ করছে ৷ Google সবসময় ভবিষ্যতের দিকে নজর রাখে। তাদের ফোকাস থাকে ভবিষ্যতে আরো দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করা। কিন্তু জন্মদিনগুলি সবসময় পেছনে গল্পটা স্মরণ করিয়ে দেয়। কোথায় থেকে কিভাবে জার্নিটা শুরু করেছিলাম। সমসাময়িক গ্রাহকদের কাছে তুলে ধরা যায়।

Google birthday/ Google এর ২৫ বছরের জার্নি:

১৯৯৮ সালের সেপ্টেম্বরে গুগল এর যাত্রা শুরু হয়। গুগলের যাত্রা শুরু হয়েছিল আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডর্মিটরিতে। ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন তখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট। তারা বিশ্বের তথ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চাইলেন। কিভাবে সারা বিশ্বের তথ্য-উপাত্তগুলোকে সবার কাছে ব্যবহার উপযোগী করে তুলা যায়। সেই ভাবনা থেকে একটি সার্চ ইঞ্জিন ধারণা আসে।

অ্যাপল আইফোন ১৭

Google’s background:

Google.stanford.ede এই ঠিকানায় একটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন তৈরি করেছিলেন। যা বর্তমান বিশ্বে গুগল নামে পরিচিত। তবে গুগল নাম আসার আগেও অন্য নামে পরিচিত ছিল। গুগল আনুষ্ঠানিকভাবে চালুর আগেই ল্যারি পেজ এবং সের্গেই বিন এর নাম দেন ‘Backrub’ যা বর্তমানে Google নামে পরিবর্তন করা হয়েছে। তবে Backrub কে Google নামকরণের পিছনে রয়েছে মজার একটি গল্প যা আপনাদের জন্য এখানে দেওয়া হলো। 

ল্যারি পেজ এবং সের্গেই বিন প্রথমে তাদের এই নতুন সার্চ ইঞ্জিনের নাম রাখেন “ব্যাকরাব” Backrub। ব্যাকরাব নাম রাখার কারণ এই ব্যবস্থায় সাইটের ব্যাকলিংকগুলো যাচাই করা হতো।  সেই সাইটটি কতোটা গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করার জন্য। পরবর্তীতে তারা তাদের প্রজেক্টের নাম পরির্বতন করে রাখেন গুগল। আর Google আসলে ভুল বানানে লিখা হতো “googol”।  এই Googol দিয়ে তারা বুঝাতে চাইতো মূলত একটি সংখ্যার পেছনে ১০০টি শূণ্য। তারপর ধীরে ধীরে তারা সার্চ ইঞ্জিনের বিশাল পরিমাণ তথ্য প্রদানের ব্যপারটিকে গুরুত্ব দিয়েছিলেন।তাই তারা এটাকে নাম হিসেবে পরিমার্জন করেন।

Google শুরুতে স্ট্যানফোর্ড ইউনির্ভাসিটির ওয়েবসাইটের অধীনে চালিত হতো। গুগলের ওয়েবসাইট এড্রেস ছিল তাদের নামেই। google.stanford.edu and z.stanford.edu নামে চালিত হতো। যা পরবর্তীকালে নিজেদের নামে ডোমেইন নিবন্ধত হয়। ডোমেইন নাম গুগল নিবন্ধত হয় ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর। আরো পরে কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করে। গুগল কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করে ১৯৯৮ সালের ৪ঠা সেপ্টম্বর। গুগলের অফিশিয়াল অফিস ছিল একটি গ্যারেজ। বন্ধুর গ্যারেজ ভাড়া করে গুগলের অফিশিয়াল কাজ করা হতো।

গুগল একটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন। শুধু একটি সার্চ ইঞ্জিন নয়। জনপ্রিয় সার্চ ইঞ্জিন। বর্তমান বিশ্বের বৃহত্তম ইন্টারনেট প্ল্যাটফর্ম। সারা বিশ্বে লক্ষ লক্ষ ব্যবহারকারী রয়েছে গুগলের। লক্ষ লক্ষ ব্যবহারকারী প্রতিদিন এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে তাদের কাঙ্খিত তথ্য খুঁজে পান। আজ ২৭ সেপ্টেম্বর, ২০২৩-ইং Google’s 25th Birthday একটি বিশেষ Doodle এর মাধ্যমে উদযাপন করছে। প্রতিবছর গুগল তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডুডল আপডেট করে। প্রতিবছরের ন্যায় এবছরও টেকজায়ান্ট Google’s 25th Birthday উপলক্ষে ডুডল আপডেট করেছে কোম্পানিটি। Google শুরুতে গবেষণা করার জন্য যাত্রা শুরু করেছিল। কিন্তু সময়ের পরিক্রমায় গুগল আজ কোথায় অবস্থান করছে তা আমরা সবাই জানি।  

নতুনদের জন্য ফ্রিল্যান্সিং, কিভাবে শুরু করবেন, কোন কাজ দিয়ে শুরু করবেন?

Google এর ব্যাপক সফলতার কারণ:

গুগলের জনপ্রিয়তা আজ আকাশচুম্বী। প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ইউজার গুগল সার্চ ইঞ্জিন ইউজ করছে। Google এর বিশ্বব্যাপী এতো জনপ্রিয় হয়ে উঠার কিছু কারণ আছে। যেই কারণগুলোর জন্য গুগল এতো দ্রুত সফতা পেয়েছে। আসুন দেখে নেওয়া যাক গুগলের সফলতার পেছনের কারণগুলো।

গুগলের ইউজার ইন্টারফেস পরিস্কারকরণ;

ফাস্ট সার্চ রেজাল্ট প্রদান করা;

বেস্ট বাংলাদেশী অনলাইন সাইট

মূলত এই দুটি কারণে গুগল তাদের যাত্রার শুরুতেই গ্রাহকদের জনপ্রিয়তা অর্জন করতে সমর্থ হয়। আমি যদি আরো সহজ করে বলি, তাহলে বলতে হয় যে, গুগল শুরুতে ইউজার ইন্টারফেস এর দিকে বিশেষ লক্ষ্য রাখে, সেই অনুযায়ী কাজ করে। এবং সার্চ রেজাল্ট দেয় দ্রুততার সাথে এবং সঠিক তথ্য উপস্থাপন করে ইউজারের সামনে। এর ফলে গুগল জনপ্রিয়তা পায়। যেটা সময়ের সাথে সাথে বাড়তে থাকে।

এরপর যখন এই প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ করতে চায়। তখন অল্প সময়ে অনেক তহবিল সংগ্রহ করতে সমর্থ হয়। যথেষ্ট তহবিল সংগ্রহ হলে Google তাদের নতুন নতুন পরিষেবা চালু করে। মার্কেটে গুগল তার আধিপত্য প্রতিষ্ঠা করতে শুরু করে। আর গুগল জিমেইল, ইউটিউবসহ মোবাইলের জন্য অ্যান্ড্রয়েট সিস্টেম চালু করে। জিমেইল, ইউটিউব এবং মোবাইলফোনের জন্য অ্যান্ড্রয়েড সিস্টেম চালু করার মাধ্যমে গুগল মার্কেটে তাদের জনপ্রিয়তা প্রতিষ্ঠা করেছে।

Google products:

আজকে দিনে প্রায় প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারী জিমেইল, ইউটিউব, অ্যান্ড্রয়েড মোবাইলফোন ব্যবহার করছে। এছাড়া গুগল ড্রাইভ, গুগল ব্লগার, গুগল সিট, গুগল ডক্স ইত্যাদি গুগলের বেশ জনপ্রিয় পরিষেবা। এছাড়াও গুগল সম্প্রতি সময়ে নতুন একটি পরিষেবা চালু করেছে। বর্তমানে AI খুব জনপ্রিয় একটি টুলস। Google Bard নামে চালু করেছে তাদের আর্টিফিশিয়াল টুলস। এই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সির মাধ্যমে গুগল তাদের ব্রাউজিং অভিজ্ঞতা আরেকধাপ পরিবর্তন আনতে পারবে।

Google birthday/গুগলের জন্ম তারিখ কোনটি সঠিক:

Google birthday ২৭ সেপ্টেম্বর, ২০২৩-ইং তারিখে পালিত হচ্ছে। তারমানে ২৭ সেপ্টেম্বর টেক জায়ন্ট গুগলের জন্মদিন। এখন ২৭ Google’s 25th Birthday পালন হলেও অনেকবার গুগলের জন্মদিন পরিবর্তন হয়েছে। বিভিন্ন সময়ে গুগলের জন্মদিন বিভিন্ন সময়ে পালিত হয়েছে। শুরতে ৭-ই সেপ্টেম্বর পালিত হতো। তারপর সেপ্টম্বর মাসের ৮ তারিখ পালিত হতো গুগলের জন্মদিন। সময়ের বিবর্তনে সেপ্টম্বর মাসের ২৭ তারিখ টেক জায়ান্ট গুগল তার জন্মদিন পালন। ২৭ সেপ্টেম্বর গুগল আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেয়। ২৭-ই সেপ্টম্বর কেন প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করে? কারণ এইদিনে গুগল তাদের সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজ অনুসন্ধানের সিরিয়াল নাম্বার রেকর্ড করা শুরু করেছিল। অর্থাৎ সার্চ রেজাল্টে পেজগুলোর যে ক্রমিক নাম্বারগুলো দেখানো হয়। যেমন, পেজ নাম্বার ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০ ইত্যাদি যা সাধারণত গুগল সার্চ রেজাল্টের নিচের দিকে দেখানো হয়।  

Google’sবিবর্তন:

১৯৯৮ সালে যেদিন গুগল প্রতিষ্ঠা হয়। সেইদিন থেকে Google এর লোগোসহ আরো অনেককিছু পরিবর্তন হয়েছে। বর্তমানের গুগলের ডুডলের মাধ্যমে তুলা ধরা হয়েছে। তবে প্রতিষ্ঠাকালীন থেকে বর্তমানে অনেককিছু পরিবর্তন হলেও প্রতিষ্ঠানটির মূল মিশন একই আছে। গুগলের উদ্দেশ্য অবিচলভাবে রয়েছে। সারা বিশ্বের তথ্য সংগ্রহ করা। তা সংগঠিত করা। এবং তাদের সার্চ রেজাল্টে তুলে ধরা। এবং সার্বজনীন প্রবেশাধিকারযোগ্যতা এবং উপযোগিতা নিশ্চত করা। আজকে বিশ্বজুড়ে বিলিয়ন বিলিয়ন মানুষ তথ্য অনুসন্ধান করছে। তাদের অনুসন্ধানের রেজাল্ট , মানুষের তথ্য সংযোগ, কাজ , গবেষণা, ইত্যাদি কাজে গুগলের উপর নির্ভরশীল এবছেরর গুগল ডুডলটি বিশ্বের কয়েকটি দেশে থেকে দৃশ্যমান হবেনা। তারমধ্যে রয়েছে রাশিয়া।

বিকাশ লাইভ চ্যাট করে সকল সমস্যার সমাধান করুন।

Google birthday

গুগলের ২৫ সেপ্টেম্বেরের প্রকাশিত সর্বশেষ ডুডলটি একজন বিশেষ ব্যক্তিকে উৎসর্গ করা হয়েছিল যিনি ছিলেন, দক্ষিণ আফ্রিকার জ্যাজ পিয়ানোবাদক, সুরকার এবং সাংবাদিক টড মাতশিকিজাকে উপযাপন করা হয়েছিল।

দক্ষিণ আফ্রিকাভিত্তিক অতিথি শিল্পী কিথ ভ্লাহাকিস দ্বারা চিত্রিত, ডুডল কমিশনপ্রাপ্ত ক্যান্টাটা ‘উক্সোলো’ (শান্তি) স্মারণ করে, যা ৭০তম জোহানেসবার্গ ফেস্টিভ্যালে সেপ্টেম্বর, ১৯৫৬-এ অর্কেস্ট্রা দ্বারা বাজানো হয়েছিল।

একজন সুরকার হিসেবে মাতশিকিজা ২০১৩ সালের চলৎচ্চিত্র ‘ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম’ এ তার  ‘কুইকলি ইন লাভ’ গানের জন্য বিখ্যাত। এছাড়াও তিনি একজন নাট্য প্রযোজনা সংস্থার সাথে জড়িত ছিলেন। তিনি দুটি নাট্য প্রযোজনা যথা কিং কং এবং মখুম্বানে এর জন্য স্কেচ রচনা করেন যা তাকে জনপ্রিয়তা এনে দেয়। কিং কং হলো একটি অল-ব্ল্যাক জ্যাজ মিউজিক্যাল যা প্রধানত ১৯৫৮ সালে আয়োজন করা হয়েছিল।

ফ্রিল্যান্সিং আইডি কার্ড কিভাবে পেতে পারেন? পেলে কি কি সুবিধা পাবেন ইত্যাদি

 Conclusion of Google birthday

আজকে ২৭ সেপ্টম্বর ২০২৩, গুগল ২৫তম বর্ষ উৎযাপন করছে। Google birthday; ২৫ বছর অতিক্রম করতে কম কাঠখড় পোড়াতে হয়নি। তবুও গুগল এগিয়ে চলছে তার নিজস্ব গতিতে। সারা পৃথিবীব্যাপী গুগলের জনপ্রিয়তা তুঙ্গে। এখন মানুষ একদিনও গুগল ব্যবহার ছাড়া চলতে পারেননা। খেলাধুলা, লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি-অর্থনীতি, জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য এবং গবেষণা সব ক্ষেত্রেই গুগল সার্চ ইঞ্জিনের ব্যবহার বেড়েই চলেছে।

পরিশেষে বলতে পারিযে, গুগল যেমন, ২৫তম বার্ষিকী পালন করছে। এভাবেই ৫০তম বার্ষিকী, ১০০তম বার্ষিকী পালন করবে। গুগল সাধারণ মানুষের তথ্য প্রাপ্তিতে ভূমিকা পালন করবে। প্রতিটি দেশের তথ্য-যোগাযোগ প্রযুক্তিতে ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত কর আজকের মতো এখানেই শেষ করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top