বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়। পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জিততে চলেছে বাংলাদেশ দল। PAK v BAN; Bangladesh tour of Pakistan.
পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি টেস্ট ম্যাচ খেলেও, একটি ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ দল।
১৩টি টেস্ট ম্যাচের মধ্যে ১২টি তে পাকিস্তান জিতেছে। একটি মাত্র ম্যাচ ড্র হয়েছে।
পাকিস্তান দেশের মাটিতে ৫টি টেস্ট ম্যাচ জিতেছে। এবং দেশের বাইরে ৭টি টেস্ট ম্যাচ জিতেছে।
Match Facts: PAK v BAN; Bangladesh tour of Pakistan, 2024
Date: Aug 21, 2024 – Aug 25, 2024. PAK v BAN; Bangladesh tour of Pakistan
Match: PAK v BAN
Toss: Bangladesh (Bowling)
Time: 11:00 AM GMT
Venue: Rawalpindi Cricket Stadium, Rawalpindi, Pakistan.
বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়
পাকিস্তান প্রথম ইনিংসে ৪৪৮/৬ ডিক্লেয়ার করে। ১১৩ ওভার ব্যাটিং করে এই রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। এতে বুঝাই যায়; পাকিস্তান জয়ের জন্য অতি আক্রমনাত্ক খেলতে গিয়ে ধরা খেলো।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৬৬৫/১০। বাংলাদেশ ১৬৭.৩ বলে এই রান করে। মুসফিকুর রহিমের অন্যবদ্য ১৯১ রান। সাদমান ইসলাম করেন ৯৩ রান। মেহেদি হাসান মিরাজ করেন ৭৭ রান। এছাড়াও লিটন কুমার দাশ করেন ৫৬ রান। এবং মমিনুল হক করেন ৫০ রান।
বাংলাদেশ লিড পায় ১১৭ রানের। পাকিস্তান ২য় ইনিংসে ৫৫.৫ ওভারে ১৪৬/১০ গুটিয়ে যায়। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রানের। দুই ওপেনার মাত্র ৬.৩ ওভারে লক্ষ্যে পৌছে যায়। এতে করেই সেই ঐতিহাসিক জয় নিশ্চয় হয়ে যায়।
১০ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ দল।
এর আগে মেহেদি হাসান মেরাজের অসাধারণ বোলিং নৈপূর্ণ্যে পাকিস্তানে গুড়িয়ে দেয় বাংলাদেশ দল। মেহেদি নেন চারটি উইকেট। সাকিব আল হাসান নেন তিনটি উইকেট। More Information CRickbuzz বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পেতে আমাদের সাইটটি Explore করুন।