গুগল ড্রাইভ

গুগল ড্রাইভ গুগলের একটি প্রতিষ্ঠান। গুগল ড্রাইভ মূলত ফাইল সংরক্ষণ এবং ফাইভ শেয়ারিং করার একটি সফটওয়্যার। গুগল ডাইভের পথচলা শুরু হয় ২০১২ সালের এপ্রিল মাসে। গুগল ড্রাইভ তার ব্যবহারকারীদের অনলাইনে ফাইল বা তথ্য সংরক্ষণ এবং বিভিন্ন কম্পিউটার ডিভাইসেরে মধ্যে ডাটা শেয়ার করে কাজ করার জন্য বিখ্যাত। ওয়েবে, উইনডোস, অ্যাপল ডিভাইস ছাড়াও বর্তমানে স্মার্টফোনে গুগল ড্রাইভ ব্যবহার করতে পারছেন। গুগল ড্রাইভ এর সাথে গুগল ডক্স, গুগল শিটস, গুগল স্লাইডস অন্তর্ভুক্ত আছে। আর এগুলো হচ্ছে, গুগল ডক্স এডিটর স্যুটের অংশ।ডিজিটাল মার্কেটিং কোর্স।

গুগল ড্রাইভ এর কাজ কি?

কোন অফিসের কাজকে সহজ করার জন্য গুগল ড্রাইভ ববহার করা হয়। একটি বড় প্রজেক্টের কাজ করার জন্য অনেক মানুষের প্রয়োজন। সবাই একসাথে কাজ করলে দ্রুত শেষ হয়। তাই প্রয়োজন হয়। গুগল ডাইভের মতো অ্যাপ্লিকেশন। ক্রেডিট কার্ড? কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো।

গুগল ড্রাইভ কি ধরণের স্টোরেজ:

গুগল ড্রাইভ মূলত একটি অনলাইন স্টোরেজ। কোন ফাইল সংরক্ষণ, ফাইল বা তথ্য শেয়ার করা ইত্যাদির জন্য গুগল ডাইভ খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য ভিডিও, ইমেজ, ডকুমেন্ট ইত্যাদি বিষয়গুলো অনলাইনে সংরক্ষণ করতে পারেন। আর গুগল ড্রাইভ কতোটা নিরাপদ? তা নির্ভর করছে আপনার জিমেইল সুরক্ষার উপর। নতুন একাউন্ট তৈরী পড়ুন।

গুগল ড্রাইভ এর অসুবিধা:

গুগল ড্রাইভ এর ব্যবহার কিছু অসুবিধা আছে। যেহেতু এটি একটি অনলাইন স্টোরেজ। তাই ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আছে। আসুন দেখি সব অসুবিধা আছে। ডিজিটাল মার্কেটিং কি

নিরাপত্তা ঝুঁকি:

যদিও গুগল ড্রাইভ, গুগলের একটি পণ্য, তবুও ব্যবহারে আছে কিছু ঝুঁকি। কারণ এটি অনলাইনে স্টোরেজ প্রক্রিয়ায় ডেটা সংরক্ষণ করে। তাই তো কিছু সীমাবদ্ধতা থেকেই যায়। আপনার একাউন্টের পার্সওয়ার্ড যতো শক্তিশালি হবে, আপনার গুগল ড্রাইভের তথ্য বা ফাইল ততো সুরক্ষিত হবে।

সীমিতনিয়ন্ত্রণ:

গুগল ড্রাইভের স্টোরেজ এর উপর আপনার নিয়ন্ত্রণ হবে সীমিত।

সীমিত স্টোরেইজ:

গুগল ড্রাইভের ব্যবহারের ক্ষেত্রে স্টোরেইজ সীমিত। তাই কিছু সমস্যা আছে। আপনার সমস্ত ফাইল, তথ্য, ডাটা সংরক্ষণ করতে পারবেন না। তাই সমস্যা থেকেই গেল। ফ্রি টাকা ইনকাম।

খরচ বেশি:

গুগল ড্রাইভের স্টোরেইজ কম হওয়ার কারণে, আপনার সকল ফাইল, ডেটা, তথ্য ফ্রিতেই সংরক্ষণ করতে পারবেন না। তাই প্রিমিয়াম ব্যবহার করতে হবে। অর্থাৎ স্টোরেইজ নেয়ার জন্য আপনাকে খরচ করতে হবে। গুগল ড্রাইভ ব্যবহারে খরচ বেশি হবে। ২৪০ টাকা ফ্রি বিকাশ পেমেন্ট।

নির্ভরযোগ্যতা:

গুগল ড্রাইভের ব্যবহারে আছে নির্ভরযোগ্যতার প্রশ্ন। যেহেতু এটা অনলাইন স্টোরেইজ, তাই নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অনলাইন ক্লাউডে অনেক কম্পিউটার যুক্ত থাকে। যার ফলে তথ্য বা ফাইল চুরি হওযার সম্ভবনা থেকেই যাচ্ছে।

গুগল ড্রাইভ কোথায় অবস্থিত

গুগল ড্রাইভের, Google এর ডেটা সংরক্ষণ সেন্টারগুলোতে ডেটা, ফাইল সংরক্ষণ করে থাকে। সারা বিশ্বে গুগলের ডেটা সংরক্ষণ সেন্টার আছে। ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়াতে ডেটা সংরক্ষণ সেন্টার আছে।

আমি কি সরাসরি গুগল ড্রাইভ এর ফাইল ডাউনলোড করতে পারি

পিসিতে গুগল ড্রাইভ ইনস্টল করা যায়:

হ্যাঁ পিসিতে গুগল ড্রাইভ ইনস্টল করা যায়। সাধারণত আপনার একটি জিমেইল একাউন্ট থাকেলেই পিসিতে গুগল ড্রাইভ দেখতে পাবেন। তবে মনে রাখবেন, এটি অনলাইন স্টোরেই সিস্টেম বা ক্লাউড ডেটা সংরক্ষণ পদ্ধতি হওয়ার কারণে, আপনার কম্পিউটারে অফলাইনে ব্যবহার করতে পারবেন না। বিকাশ লাইভ চ্যাট

গুগল ড্রাইভ সর্বচ্চো ধারণ ক্ষমতা কতো?

গুগল ড্রাইভ এর সর্বচ্চো ধারণ ক্ষমতা সীমবদ্ধতা আছে। এটি অনলাইন স্টোরেইজ ডেটা সংরক্ষণ পদ্ধতি। একজন গুগল ইউজারকারী ফ্রিতেই সর্বচ্চো ১৫ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারেন। G Suite এর ব্যবহারকারীদের জন্য গুগল ড্রাইভের স্টোরেইজ এর সীমাবদ্ধতার পার্থক্য আছে।

গুগলের কোন পরিষেবা ডিজিটাল ফরমেটে ভিডিও শেয়ার করার অনুমতি দেয়:

গুগল ড্রাইভের গুগল এর একমাত্র পরিষেবা যা ডিজিটাল ফরমেটে ভিডিও শেয়ার করার অনুমতি দেয়। আপনি যদি একজন গুগল ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এর ডিজিটাল ফরমেটে ভিডিও শেয়ার করার অনুমতি পাবেন।

মাইক্রোসফট ওয়ার্ড নাকি গুগল ডক্স ভালো:

মাইক্রোসফট ওয়ার্ড কম্পিউটারে নেট কানেকশন না থাকলেও ব্যবহার করা যায়। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড কম্পিউটারে ডাউনলোড করে ব্যবহার করা যায়। আর গুগল ডক্স অনলাইন স্টোরেইজ। এটা ডাউনলোড করতে পারবেন না। তাছাড়া কম্পিউটারে নেট-কানেকশন না থাকলে গুগল ডক্স ব্যবহার করতে পারবেন না। কোনটা ভালো তা নির্ভর করে  কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয় তার উপর।  

গুগল ড্রাইভ কি? গুগল ড্রাইভের স্টোরেজ কতো?

কিভাবে গুগল ডাইভে Mp4 ভিডিও চালাবো:

শুধু আপনার গুগল ড্রাইভে Mp4 play করার জন্য ভিডিও এর উপর ডাবল ক্লিক করুন। যদি কোনো সমস্যা থাকে তাহলে উপরের দিকে তিনটি ডট-এ ক্লিক করুন। তারপর নিচের দিকে এসে ভিডিও প্লে করতে পারবেন।

গুগল ড্রাইভের ব্যবহারের জন্য কম্পিউটারের windos-7 এবং তার পরের ভার্সনগুলোতে ব্যবহার করা যায়।

গুগল স্টোরেজ: সাধারণত গুগল ড্রাইভ এর স্টোরেজ ১৫ জিবি পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারেন।

কিন্ত ১০০ জিবি পযন্ত ব্যবহার করতে হলে পেইড করতে হবে। প্রতি মাসে $-১.৯৯ ডলার পেইড করাতে হবে। আর বার্ষরিক প্যাকেজ নিলে খরচ হবে $-১৯.৯৯ ডলার। মোবাইল দিয়ে অনলাইন ইনকাম।

আর 2-TB পযন্ত ব্যবহার করতে খরচ করতে হবে মাস প্রতি $-9.99 ডলার আর বার্ষরিক প্যাকেজ নিলে খরচ  করতে হবে $-99.99 ডলার পর্যন্ত।

আর 2TB/ W/Ai  এর জন্য মাসে $-19.99 ডলার পেইড করতে হয়। এই প্যাকেজের জন্য সাধারণত ইর্য়ারলি সাবসক্রিপশন দেয়া হয়না।

উপসংহার:

উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যে, গুগল ড্রাইভ হলো একটি ফাইফ বা ডেটা শেয়ারি প্লাটফর্ম। একই ডেটা বা ফাইল অনেকগুলো কম্পিউটারে শেয়ার করে কাজ করা যায়। এবং অনলাইনে সংরক্ষণ করা যায়। ১৫ জিবি পর্যন্ত ফ্রি ব্যবহার  করা যায়। সব জিমেইল একাউন্ট হোল্ডার ব্যবহার করতে পারেন। তার বেশি ব্যবহার করতে হলে পেইড করতে হয়।

আমাদের আজকের পোস্টটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে শেয়ার করুন। এমন আরো অনেক ভালো ভালো পোস্ট পড়তে আমাদের সাইটটি ভিজিট করুন। আর শেষে বলবো এই পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top