ডিজিটাল মার্কেটিং কোর্স

ডিজিটাল মার্কেটিং

বর্তমান যুগ ডিজিটাল যুগ। ডিজিটালাইজেশনের এই যুগে সবকিছু অনলাইন নির্ভর। বাসার ইউটিলিটি বিল, ইন্টারনেট বিল, পানি বিল, বচ্চাদের স্কুলের বিলসহ সব কিছু অনলাইন ভিত্তিক। মানুষ সকালে ঘুম থেকে উঠে, আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত স্যোশাল মিডিয়ায় ডুবে থাকে। আর এই সিস্টেমকে পুঁজি করে ডিজিটাল মার্কেটিং অগ্রসর হচ্ছে। তাই ডিজিটাল মার্কেটিং কোর্স

মার্কেটিং যখন ডিজিটাল প্ল্যাটফর্মকে ভিত্তি করে করা হয়, তাই “ডিজিটাল মার্কেটিং। মূলত ফেসবুক, ইন্সট্রাগ্রাম, ইউটিউব, লিংকডইন, টুইটার, গুগল এডস, ফেসবুক এডস এসব উপায়ে যখন মার্কেটিং করা হয়, তাই ডিজিটাল মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং কোর্স:

“ডিজিটাল মার্কেটিং কোর্স”, চাইলে যেকেউ করতে পারেন। তার জন্য কোনো কোর্স করার দরকারও নেই। আপনার যদি স্যোশাল মিডিয়ার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি নিজেই-নিজেই ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।

তবে, স্যোশাল মিডিয়ায় একাউন্ট থাকা, স্যোশাল মিডিয়া চালানো আর ডিজিটাল মার্কেটিং এক জিনিস নয়। ডিজিটাল মার্কেটিং করতে হলে প্রতিটি স্যোশাল মিডিয়ায় একটি করে প্রফেশনাল একাউন্ট থাকতে হবে। প্রফেশনাল মুড চালু করুন। তারপর নিয়মিত পোস্ট করুন। শেয়ার করুন। কমেন্টস করুন। বিভিন্ন গ্রুপে জয়েন করুন। নিজে গ্রুপ খুলুন। এসব গ্রুপে নিয়মিত পোস্ট করুন। দেখবেন এসব স্যোশাল মিডিয়ায় ফলোয়ার, ভিউ, কমেন্টস হু-হু করে বাড়তে থাকবে। এভাবেই আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং কোর্স করে ক্রেডিট কার্ড সংগ্রহ করতে পারেন।

ডিজিটাল মার্কেটিং কোর্স এর ধারণা:

আপনি যদি সঠিক উপায়ে ডিজিটাল মার্কেটিং করতে না পারেন, তাহলে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করুন। ডিজিটাল মার্কেটিং এর কোর্সে বিস্তারাতি শিখিয়ে দেওয়া হবে। কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স করলে সব শিখতে পারবেন।  এই কোর্স এমনভাবে ডিজাইন করা হয়। যেন সবাই করে ইনকাম করতে পারেন। ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম

ডিজিটাল মার্কেটিংয়ে কোর্সে ফেসবুক মার্কেটিং, ইউটিউব চ্যানেল মার্কেটিং, ইমেইল মার্কেটিং, লিংকডইন মার্কেটিং, ফেসবুক এডস পোস্টিং, গুগল এডস, এসইও, ওয়েবসাইট ক্রিয়েশন, গুগল সার্চ কনসোল, গুগল এনালিটিক্স ইত্যাদি বিষয়গুলো শিখানো হয়।

এছাড়াও মার্কেটপ্লেস, ফাইভার, আপাওর্য়াক, ফ্রিল্যান্সার ইত্যাদি উপর বিস্তারিত ক্লাস থাকে। মার্কেটপ্রেসে উপর বিস্তারিত ধারণা দেয়া হয়। সঠিক উপায়ে একাউন্ট খুলে দেয়া হয়। এবং একাউন্ট খুলতে সাহায্য করা হয়।

Backlink, SEO ( Search Engine Optimization), Keywords Research, Keywords research Tools, Gig Creation, Project proposal, Job bid, Website Creation, WordPress, Blogger, Google Ads, Facebook Ads, Guest posting, Content writing etc.

ডিজিটাল মার্কেটিং কোর্সে এই সব বিষয় হাতে কলমে শিখেয়ে দেয়া হবে।

ডিজিটাল মার্কেটিং কোর্স সার্টিফিকেট কেন গুরুত্বপূর্ণ:

ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স সফলভাবে সম্পূর্ণ করুন। কোর্সটি সফলতার সাথে শেষ করলে আপনার সামনে অনেক সুয়োগ চলে আসবে। যে প্রতিষ্ঠানে কোর্স করবেন, সেই প্রতিষ্ঠানে কাজ করার সুয়োগ পাবেন। যদি মোটামুটি শিখতে পারেন, তাহলেও সেই প্রতিষ্ঠানে ইনট্রানশিপ করার সুয়োগ পাবেন। এখানে ভালো করলে নিয়মিত মাসিক বেতনে চাকুরি করতে পারবেন। মেন্টরের সুনজরে পরলে, সেই আপনাকে মার্কেটপ্লেসে বায়ারের সাথে আলাপ করিয়ে দিবেন। এমনকি সে যেসব কাজ পান, সেই কাজ আপনাকে দিয়ে করিয়ে নিবেন। আপনার অর্থ উর্পাজন হবে। অভিজ্ঞতা অর্জন হবে। তাই বলবো, সব ক্লাস করবেন। ভালোভাবে শিখবেন। ক্লাসে ফাঁকি দিবেন না।

কোর্স সফলতার সাথে শেষ করতে পারলে আরো একটি লাভ হবে। কোর্স শেষে একটি সার্টফিকেট পাবেন। এই সিভি আপনি আপনার বিভিন্ন কাজে লাগবে। যখন মার্কেটপ্রেসে প্রোফাইল তৈরি করবেন, তখন এই সিভি প্রফাইলে আপলোড করুন। আপনার প্রাফাইলের গ্রহণযোগ্যতা বাড়বে।

লিংকডইনে প্রচুর বায়ার থাকেন। লিংকডইনে পৃথিবীর প্রায় সকল কোম্পানির CEO এর একাউন্ট আছে। তাই লিংকডইন কে বলা হয় বায়ারের খনি। লিংকডইনে যখন আপনি একাউন্ট খুলবেন, তখন এই ডিজিটাল মার্কেটিং কোর্স এর সার্টিফিকেট এড করে দিবেন। এতে আপনার কাজ পাওয়ার সম্ভবনা বাড়বে। ইসলামী ব্যাংক খিদমা ক্রেডিট কার্ড

অনলাইনে বা অফলাইনে Remote Job or Offline Job যেকোন জব পাওয়ার জন্য ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স এর সার্টিফিকেট সহায়তা করবে।

অলরেডি ডিজিটাল মার্কেটিং জব করছেন। আপনার প্রমোশন দরকার। বেতন বৃদ্ধির প্রয়োজন। ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স। এই সার্টিফিকেট আপনাকে অনেকখানি এগিয়ে রাখবে। ২৪০ টাকা বিকাশ ইনকাম করার উপায়।

কোর্স টি করে যেসব ক্ষেত্রে কাজ করতে পারবেন:

তাহল, আমরা এভাবেই বলতে পারিযে, ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স আপনার মার্কেটিং ক্যারিয়ার বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফলতা আনতে সহয়তা করবেন।

  • ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করে কিভাবে ক্যারিয়ার গড়তে পারবেন-
  • ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে;
  • ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে;
  • স্যোশাল মিডিয়া ম্যানেজার হিসেবে;
  • অনলাইন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে;
  • এসইও এক্সপার্ট হিসেবে;
  • ওয়েবসাইট তৈরি করে
  • গেস্ট পোস্ট লিখে
  • আর্টিকেল লিখে

ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স আরো অনেক সুয়োগ-সুবিধা পাবেন। এই একটি কোর্স আপনার বেকার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। ডিজিটাল মার্কেটিং কোর্স হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট। তাই অবহেলা নয়। সময় এবং সুয়োগ করে, করে ফেলুন ডিজিটাল মার্কেটিং কোর্সটি।

ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করে যেসব Skills অর্জন করতে পারবেন:

  • Video editing
  • YouTube Marketing,
  • Facebook Marketing,
  • Graphics Design
  • Content Writing
  • SEO (search engine optimization)
  • Website Optimization
  • Off-page SEO
  • On-Page SEO
  • Backlink
  • Guest Posting
  • Google Algorithm
  • Google Top Ranking
  • Google Search Console
  • Google analytics
  • Keywords Research
  • Market Research
  • Data analysis
ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স
  • যারা এখনো শিক্ষার্থী,
  • যারা ফ্রিল্যান্সিং করতে চান,
  • উদ্যোক্তা
  • বেকার,
  • গৃহিণী
  • যারা পার্টটাইম জব করছেন
  • ডিজিটাল মার্কেটিং কোর্স করে যারা প্রমোশন আশা করছেন।
  • যেকেউ চাইলেই ডিজিটাল মার্কেটিং কোর্স করে নিজেকে সমৃদ্ধ করতে পারেন।

কোর্সটি সাধারণত যেভাবে ডিজাইন করা হয়:-

ডিজিটাল মার্কেটিং কোর্সটি কাদের জন্য উর্পযুক্ত:

  • ডিজিটাল মার্কেটিং কোর্স শুরুতে কোর্সটি Enroll করতে হবে।
  • প্রতিটি ক্লাস শেষ হবে। বাড়ির কাজ দেয়া হবে। ক্লাস শেষে প্রচুর প্র্যাকটিস করবেন।
  • প্রতিটি ক্লাসে উপস্থিত থাকবেন।
  • আপনাদের ব্যাচের জন্য একটি ফেসবুক গ্রুপ খুলে দেয়া হবে। গ্রুপে জয়েন হবে। যদি কোনো সমস্যা হয়, তাহলে এই গ্রুপে জানাবেন। গ্রুপ থেকেই সমাধান পাবেন।
  • ২৪ ঘন্টা সার্পোট পাবেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সার্পোট দেয়া হবে।   
  • ডিজিটাল মার্কেটিং কোর্স টি সাধারণত টানা ৪-৬ মাস পর্যন্ত হয়ে থাকে।
  • ডিজিটাল মার্কেটিং কোর্সটি ৩০-৫০টি ক্লাস হয়ে থাক।
  • ক্লাস সময় সাধারণ ২-২.৫ ঘন্টা হয়ে থাকে।

ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স সুবিধা:

  • ডিজিটাল মার্কেটিং কোর্স একটি পরিপূর্ণ কোর্স। কোর্সটি ডিজাইন করা হয় প্রাথমিক থেকে এডভান্সড লেভেলের মানুষের কথা চিন্তা করে।
  • তাই আপনি কিছু পারেন না। এমন চিন্তা না করে ভর্তি হয়ে যান। ধীরে ধীরে সব শিখতে পারবেন।
  • প্রতিটি প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটিং কোর্স চলাকালীন সময় ২৪/৭ অনলাইন সার্পোট দেয়।

কোর্স করে যেসব মার্কেটপ্লেসে কাজ করার সুযোগ পাবেন:

এছাড়াও আরোও দেশী বিদেশী অনেক মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন। মার্কেটপ্লেসের বাইরে অনেক কাজ পাবেন। সেই কাজ করতে পারবেন। নিজেই কাজ তৈরি করতে পারবেন। যেমন ইউটিউব চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করে আয় করতে পারবেন। ওয়েবসাইট তৈরি করে আয় করতে পারবেন।

 ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স এর সময়:

সাধারণত ডিজিটাল মার্কেটিং কোর্স সপ্তাতে ২-৩ দিন হয়। এবং ৩-৪ মাস ক্লাস হয়ে থাকে। প্রতিটি ক্লাসের সময় ২-২.৫ ঘন্টা পর্যন্ত হয়ে থাকে।

ডিজিটাল মার্কেটিং কোর্স করতে খরচ:

সাধারণতডিজিটাল মার্কেটিংয়ের কোর্স ৬-২৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। সব প্রতিষ্ঠান বিশেষ বিশেষ সময়ে ছাড় দিয়ে থাকে। ৫০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে। এমন ছাড়ে ভর্তি হতে পারেন।

ডিজিটাল মার্কেটিং কোর্স অফার করে এমন কিছু প্রতষ্ঠিান:

  • খালেদ ফারহান
  • প্যাসিভ জার্নানল ডট কম
  • আউট সোসিং ডট কম
  • ইখিন ডট কম
  • বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল
  • বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর
  • সমাজ সেবা অধিদপ্তর

এরকম আরো অনেক প্রতিষ্ঠান আছে। খোঁজ খবর নিয়ে ভর্তি হবেন।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top