ডিজিটাল মার্কেটিং কাকে বলে

ডিজিটাল মার্কেটিং কাকে বলে

ডিজিটাল মার্কেটিং বলতে বুঝায়/ ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে পণ্যের বিপণন করা।

ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে বুঝায় স্যোশাল মিডিয়া সাইট, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইত্যাদি।

আর এসব প্ল্যাটফর্মের সাহায্যে যখন পণ্যের মার্কেটিং করা হয়, তখন তাকে ডিজিটাল মার্কেটিং বলে।

এবার আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু বিস্তারি আলোচনা করবো। যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আসুন কথা না বাড়িয়ে মূল পোস্ট যাই।

একটি কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচার করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেন। কেন ব্যবহার করেন? কারণ মানুষ অনেক সময় ব্যয় করেন এসব প্ল্যাটফর্মে। প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন। তারা স্যোশাল মিডিয়া ব্যবহারে অভ্যস্ত।

তাই ঘুম থেকে উঠে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত চলে স্যোশাল মিডিয়া ভিজিট করা। মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায় করার উপায় জানতে পড়ুন।

এজন্য ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং করে অধিক লাভ পাওয়া যায়। তাই কোম্পানিগুলো স্যোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দিতে পছন্দ করেন। যেহেতু মানুষ টেলিভিশনের থেকে ইউটিউব এর ভিডিও বেশি দেখে, তাই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো পণ্যের বিজ্ঞাপন ইউটিউবেই বেশি দিতে চায়।

আবার ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে প্রকৃত গ্রাহককের কাছে পণ্যের গুনাগুন তুলা ধরা যায়। ফলে বিজ্ঞাপন থেকে কনর্ভান হওয়ার শতকরা হারও বেশি। এর ফলে বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে লাভবান হোন। আমার মনে হয় ডিজিটাল মার্কেটিং কাকে বলে আপনি বুঝতে পেরেছেন। অনলাইন টাকা ইনকাম করতে পড়ুন।

ডিজিটাল মার্কেটিং এর উপায়:

ডিজিটাল মার্কেটিং কাকে বলে এটা আমরা আরো ভালো করে জানতে পারবো, যখন জানতে পারবো কি কি উপায়ে ডিজিটাল মার্কেটিং করা হয়। এখন আমরা দেখবো কি কি উপায়ে ডিজিটাল মার্কেটিং করলে কোম্পানিগুলো বেশি লাভবান। ফ্রিল্যান্সিং কাজ শিখতে চাচ্ছেন? তাহলে পড়ুন।

  • স্যোশাল মিডিয়া মার্কেটিং
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
  • কনটেন্ট মার্কেটিং
  • ইমেইল মার্কেটিং
  • ইউটিউব মার্কেটিং
  • অ্যাফিলিয়েট মার্কেটিং
  • সিপিএ মার্কেটিং
  • ইনফ্লুয়েঞ্জার মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং এর সেরা সেরা উপায় আমরা অলরেডি দেখলাম। এবার আমরা দেখবো কিভাবে ডিজিটাল মার্কেটিং করে।

স্যোশাল মিডিয়া ভিত্তিক  ডিজিটাল মার্কেটিং কাকে বলে:

আমরা যখন স্যোশাল মিডিয়ার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করি তখন তাকে স্যোশা মিডিয়া  ডিজিটাল মার্কেটিং বলে। স্যোশাল মিডিয়া মধ্যে অনেক গুরু্ত্বপূর্ণ অংশ আছে। ফেসবুক, লিংকডইন, পিনটারেস্ট, ইনস্ট্রাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার ইত্যাদি। এসব স্যোশাল মিডিয়া ব্যবহা করে যখন মার্কেটিং করা হয়, তখন তাকে স্যোশাল মিডিয়া ভিত্তিক ডিজিটাল মার্কেটিং বলে। নতুনদের জন্য ফ্রিল্যান্সিং, প্রথম কাজ পাওয়ার উপায় জানতে পড়ুন।

কেন ডিজিটাল মার্কেটিং করবেন?

ডিজিটাল মার্কেটিং করার কারণ প্রচারেই প্রসার। যতো প্রচার ততো প্রচার। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এই নীতি অনুসরণ করে। তাই তারা বেশি প্রচার চান। বেশি প্রচার করলে প্রসার বেশি হবে। বেশি প্রচার হলে লাভ বেশি হবে। গুগল এডসেন্স একাউন্ট নিয়ে ইনকাম করতে পড়ুন।

বিক্রয় বৃদ্ধি করতে ডিজিটাল মার্কেটিং করুন;

পণ্যের প্রচার করতে ডিজিটাল মার্কেটিং করুন;

ব্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে ডিজিটাল মার্কেটিং করুন;

খরচ কমাতে ডিজিটাল মার্কেটিং করুন;

সময় বাঁচাতে ডিজিটাল মার্কেটিং করুন;

ব্যান্ড কোলাবোরেশন করতে ডিজিটাল মার্কেটিং করুন;

নতুন পণ্যের প্রচার করতে ডিজিটাল মার্কেটিং করুন;

আর্ন্তজাতিক বাজারে পণ্যের প্রচার করতে ডিজিটাল মার্কেটিং করুন।

উপসংহার:

পরিশেষে বলতে পারিযে, ডিজিটাল মার্কেটিং কাকে বলে এমন প্রশ্ন আপনার মনে থাকার কথা নয়। আমাদের আজকের এই ছোট তথ্যবহুল পোস্টট যদি মনোয়োগ দিয়ে পড়েন, ডিজিটাল মার্কেটিং কাকে বলে এতোসময় জেনে গেছেন। ফ্রিল্যান্সিং কাজ কিভাবে শিখবেন জানতে পড়ুন।

ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের আরো পোস্ট আছে। ডিজিটাল মার্কেটিং নিয়ে আরো জানতে চাইলে আমাদের এই পোস্টটি পড়তে পারেন। আজকের পোস্টটি কেমন লাগলো জানাবে। ভালো লগালে শেয়ার করতে ভুলবেন না। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

3 thoughts on “ডিজিটাল মার্কেটিং কাকে বলে”

  1. Greetings

    This is Mike Carrington

    Let me present you our latest research results from our constant SEO feedbacks that we have from our plans:

    https://www.strictlydigital.net/product/semrush-backlinks/

    The new Semrush Backlinks, which will make your shrabonbd.com SEO trend have an immediate push.
    The method is actually very simple, we are building links from domains that have a high number of keywords ranking for them. 

    Forget about the SEO metrics or any other factors that so many tools try to teach you that is good. The most valuable link is the one that comes from a website that has a healthy trend and lots of ranking keywords.
    We thought about that, so we have built this plan for you

    Check in detail here:
    https://www.strictlydigital.net/product/semrush-backlinks/

    Cheap and effective

    Try it anytime soon

    Regards
    Mike Carrington

    [email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top