বিকাশ, স্টুডেন্টদের জন্য নিয়ে এলো দুর্দান্ত এক অফার। বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ফিচার। এখন থেকে স্টুডেন্টরা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন নিজের নামেই। এতোদিন জাতীয় পরিচত্রছাড়া স্টুডেন্টরা নিজের নামে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারতেন না। এখন থেকে পারবেন।
স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট প্রয়োজন। কি কি সুবিধা পাবেন। কতো টাকা পর্যন্ত ক্যাশ-আউট করতে পারবেন। কতো টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন। মাসে কতো টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন। বিকাশ অ্যাপস ডাউনলোড করে কি কি সুবিধা পাবেন এসব থাকছে এই পোস্টে।
বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট কি?
১৪-থেকে-১৮ বছরের নিচে সকল স্টুডেন্টদের জন্য বিকাশ বিশেষ অ্যাকাউন্ট ব্যবস্থা চালু করেছে। দেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্টরা এই বিশেষ অ্যাকাউন্ট খুলতে পারবেন। ডিজিটাল জন্ম সনদপত্রধারী স্টুডেন্টরা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। ডিজিটাল জন্ম সনদ এর সাথে প্রয়োজন হবে মা-বাবার সচল বিকাশ নাম্বার।
বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, ১৪-থেকে-১৮ বছরের নিচে দেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্টরা ডিজিটাল জন্ম সনদ দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আরো পড়ুন: ২৪০ টাকা ফ্রি বিকাশ পেমেন্ট নিন।
স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে কোনো ঝামেলা নেই। সময় লাগে মাত্র কয়েক মিনিট। অ্যাকাউন্ট খুললেই তোমাদের জন্য থাকছে বিশেষ ওয়েলকাম অফার!! ওয়েলকাম অফার হিসেবে তোমরা পেয়ে যাবে ৳১৩০ বোনাস। আরো পড়ুন: ফ্রি লটারী খেলে টাকা ইনকাম।

বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট সুবিধা:
বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে তোমরা অনেক সুবিধা পাবে। এতোদিন তোমার নিজের নামে একটি বিকাশ অ্যাকাউন্ট ছিল না। স্মার্টভাবে পেমেন্ট করতে পারো নি। বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারো নি। এখন আর এসব সমস্যা হবে না। সকল সমস্যার সমাধান নিয়ে এসেছে বিকাশ।
স্টুডেন্ট অ্যাকাউন্ট এর মাধ্যমে স্মার্টভাবে পেমেন্ট করতে পারবে। নিশিত রাতে বন্ধু-বান্ধবীদের সাথে প্রয়োজনীয় কথা বলতে বলতে মোবাইলের ব্যালেন্স শেষ; কথা শেষ হয়নি। এখন উপায়? বিকাশ হবে তোমার উপায়।
সময়ে অসময়ে মোবাইল রিচাজ করতে পারবে। ঘরে বসে সেন্ড মানি করতে পারবে। আরো পড়ুন: ফ্রি টাকা ইনকাম ২০২৪।
বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট শর্তসমূহ:
১। ডিজিটাল জন্ম সনদে সাম্প্রতিক তোলা স্পষ্ট ছবি হতে হবে। কিভাবে প্রতিদিন ১০০ টাকা ইনকাম করতে পারবো।
২। ডিজিটাল জন্ম সনদ আর বিকাশ অ্যাপের তথ্য ভালোভাবে মিলিয়ে নিবে। তোমার ডিজিটাল জন্মসনদ অনুযায়ী বিকাশ অ্যাপের তথ্য মিলিয়ে নিবে।
৩। স্টুডেন্টদের অভিভাবক হবেন মা/বাবা। তাঁর নাম তোমার ডিজিটাল জন্ম সনদের সাথে মিল থাকতে হবে। মিল না থাকলে তোমার জন্ম সনদ অনুযায়ী পরিবর্তন করে নেও।
৪। বাবা/মা থেকে অভিভাবক যিনি হবেন, স্টুডেন্ট অ্যাকাউন্টে তাঁর বিকাশ নাম্বারটি অবশ্যই লাগবে। গুগল এডসেন্স একাউন্ট পাওয়ার উপায় জানতে পড়ুন।
৫। স্টুডেন্ট অ্যাকাউন্ট-এ ব্যবহৃত ছবি সুন্দর হতে হবে। পর্যাপ্ত আলোতে মার্জিত শালীন পোশাক পরিহিত অবস্থায় ছবি ধারণ করবে, অর্থাৎ একটি সম্পূর্ণ ফরমাল ছবি ব্যবহার করবে।
সাধারণ প্রশ্ন-উত্তর স্টুডেন্ট অ্যাকাউন্ট:
১. অ্যাকাউন্ট বয়সের লিমিটেশন আছে?
অ্যাকাউন্ট খুলার ক্ষেত্রে বয়সসীমা সর্বনিম্ন ১৪ বছর এবং সর্বচ্চো ১৭ বছর, ১১ মাস এবং ৩০ দিন। অর্থাৎ ১৮ বছরের নিচে হতে হবে।
২. স্টুডেন্ট অ্যাকাউন্ট এর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন?
অ্যাকাউন্ট করার জন্য ডিজিটাল জন্ম সনদ প্রয়োজন। এবং মা/বাবার সচল বিকাশ মোবাইল নাম্বার প্রয়োজন হবে।
৩. স্টুডেন্ট অ্যাকাউন্ট কি ভবিষ্যতে সাধারণ বিকাশ অ্যাকাউন্টে ট্রানেন্সফার করা যাবে?
এখনো এই ধরণের সিদ্ধান্ত হয় নি। ভবিষ্যতে এই ধরণের বিকাশ অ্যাকাউন্ট পরিবর্তন করা যাবে কিনা তা এখনো বলা যাচ্ছে না।
৪. অ্যাকাউন্টে মা/বাবা কিভাবে সম্মতি প্রদান করবেন?
অ্যাকাউন্টে মা/বাবার সচল বিকাশ মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। এই কোডটি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টে কোড প্রদান করে তার সম্মতি প্রদান করবেন।
কোড পাঠানোর জন্য ৪৮ ঘন্টা সময় পাবেন। এই সময়ের মধ্যে ভেরিফিকেশন কোড না পাঠালে তা বাতিল হয়ে যাবে। আবার নতুন করে আবেদন শুরু করতে হবে। এবং আবার ভেরিফিকেশন কোড পাঠিয়ে সম্মতি দিতে হবে।
৫. মা/বাবা বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট সর্ম্পকে কিভাবে জানতে পারবেন?
মা/বাবা তাদের নিজের বিকাশ অ্যাপ থেকে স্টেটমেন্ট দেখতে পারবেন।
৬. কোন ধরণের জন্ম সনদ ব্যবহার করে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবো?
বাংলাদেশে বর্তমানে কয়েক ধরণের জন্ম সনদ ফরম আছে। তারমধ্যে নিম্নলিখিত ফরমগুলো ব্যবহার করতে পারবে;
BDR ফরম ৩
CC BDR ফরম ৩
UPBDR ফর্ম ৩
UPIJOMNI ফর্ম ৩
এটি একটি জন্ম সনদ ভেরিফাই ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনার জন্ম সনদের প্রিন্ট ফরম্যাট সংগ্রহ করতে পারবে। এই প্রিন্ট ফরম্যাট জন্ম সনদ জমা দিতে হবে।
৭. আমার জন্ম সনদ অনুমোদিত না হলে কী করবেন?
স্টুডেন্ট অ্যাকাউন্ট মূল শর্ত হলো ডিজিটাল জন্ম সনদ। জন্ম সনদের বাংলাদেশ সরকারের সরকারি সাইট ভিজিট করুন। একটি ডিজিটাল ভার্সন তৈরি করুন। এটি প্রিন্ট কপি এটাস্ করে দিন।
জন্ম সনদের সরকারি ওয়েবসাইট URL: https://everify.bdris.gov.bd/
৮. স্টুডেন্ট অ্যাকাউন্ট বাংলাদেশের বাইরে ব্যবহার করতে পারবো?
না, স্টুডেন্ট অ্যাকাউন্ট বাংলাদেশের বাইরে ব্যবহার করতে পারবে না।
৯. স্টুডেন্ট অ্যাকাউন্টে নমিনি করতে পারবো?
উত্তর: না, স্টুডেন্ট অ্যাকাউন্ট নমিনি করতে পারবে না। তবে, মা/বাবার মধ্যে যাকে অভিভাবক করা হয়েছে, সেই বাই ডিফল্ট নমিনি হিসেবে বিবেচিত হবেন।
১০. স্টুডেন্ট অ্যাকাউন্টে, স্টুডেন্টরা কি অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করতে পারবে?
না, স্টুডেন্ট অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করার সুয়োগ নেই। পরে হয়তো পরিষেবাটি চালু করতে পারেন বিকাশ কর্তৃপক্ষ।
১১. আমার মা/বাবার যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে?
উত্তর: মা/বাবার একটি বিকাশ একাউন্ট থাকা বাধ্যতামূলক। মা/বাবার বিকাশ অ্যাকাউন্ট না থাকলে, বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলা যাবে না।
১২. জাতীয় পরিচয়পত্র হোল্ডার স্টুডেন্ট কি স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারবে?
উত্তর: যেসব স্টুডেন্টদের জাতীয় পরিচয়পত্র আছে, তারা রেগুলার বিকাশ অ্যাকাউন্ট করতে পারবে।
১৩. ১৮ বছরের বেশি বয়সী স্টুডেন্টরা বিকাশ অ্যাপসে জন্ম সনদ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন?
উত্তর: না, ১৮ বছরের বেশি বয়সী স্টুডেন্টরা স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারবেন না, তাদের জন্য বিকাশ রেগুলার অ্যাকাউন্ট করতে পারবেন।
১৪. বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে যে, ডিজিটাল জন্ম সনদ প্রয়োজন, এই ডিজিটাল জন্ম সনদ কি?
উত্তর: ডিজিটাল জন্ম সনদ হলো জন্ম সনদের একটি অনলাইন ভার্সন যা হাতে লিখা জন্ম সনদ নয়।
১৪. একটি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট এর জন্য লিমিট কি কি?
উত্তর: একটি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট এর জন্য লিমিটেশন গুলো হলো নিম্নরুপ:
ট্রানজেকশন টাইপ | বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট | |
Daily BDT | Monthly BDT | |
Cash-out (Agent/ATM) | 5,000/- | 25,000/- |
Mobile Recharge | 25,00/- | 5,000/- |
Send Money | 5,000/- | 15,000/- |
Payment, Marchent Payment, Education Payment, Pay Bill, Credit Card Bill Payment, Micro-finance, and Loan installment Payment | 5,000/- | 20,000/- |
ট্রানজেকশন টাইপ | বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট | |
Daily Number | Monthly Number | |
Cash-out (Agent/ATM) | 5/- | 10/- |
Mobile Recharge | 50/- | 100/- |
Send Money | 5/- | 10/- |
Payment, Marchent Payment, Education Payment, Pay Bill, Credit Card Bill Payment, Micro-finance, and Loan installment Payment | 3/- | 10/- |
১৫. আমার ১৮ বছর পূর্ণ হলে, আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট এর কি হবে?
উত্তর: আপনার ১৮ বছর পূর্ণ হলেও স্টুডেন্ট অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। তবে, রেগুলার অ্যাকাউন্টের অন্যান্য ফিচার ব্যবহার করতে পারবেন না।
১৬. মা/বাবা কতোগুলো স্টুডেন্ট অ্যাকাউন্ট এর জন্য ভেরিফিকেশন কোড প্রদান করে সম্মতি প্রদান করতে পারবেন?
উত্তর: মা/বাবা সর্বচ্চো তিন (৩) টি স্টুডেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সম্মতি প্রদান করতে পারবেন।
১৭. বিকাশ অ্যাপ ছাড়া বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবো?
উত্তর: না, বিকাশ অ্যাপ ছাড়া স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কারণ, বর্তমানে শুধু বিকাশ অ্যাপসের মাধ্যমেই বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলার সুয়োগ আছে।
১৮. বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট বন্ধ করার উপায় কি?
আপনার মা/বাবার সচল বিকাশ অ্যাকাউন্টটি স্টুডেন্ট অ্যাকাউন্ট এর সাথে যুক্ত থাকলে, সেই একটি বন্ধ করতে পারবেন না। একই রকমভাবে স্টুডেন্ট অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন না।
১৯. মা/বাবার অনুমতিছাড়া স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবো?
উত্তর: না, বর্তমানে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই মা/বাবার অনুমতির প্রয়োজন। অনুমতিছাড়া স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না। একজন অভিভাবক অবশ্যই লাগেব।
২০. স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে কোনো ফি দেয়ার প্রয়োজন আছে?
উত্তর: না, স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে কোনো প্রকার চার্জ বা ফি প্রয়োজন নেই।
২১. একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে?
উত্তর: অ্যাকাউন্ট খুলার জন্য একটি ডিজিটাল জন্ম সনদ প্রযোজন হবে। তোমার মা/বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন হবে। আর কিছু প্রয়োজন হবে না।
২২. মা/বাবা কি স্টুডেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স অ্যাক্সেস বা ম্যানেজ করতে পারবনে?
উত্তর: না, অভিভাবক বা বাবা/মা অ্যাকাউন্টের ব্যালেন্স অ্যাক্সেস বা ম্যানেজ করতে পারবেন না। তবে, অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে পারবেন।
২৩. একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট সর্বোচ্চ কতো টাকা ব্যালেন্স রাখা যাবে? ডেইলি ৫০০ টাকা ইনকাম ২০২৪ করার উপায় জানতে চান? এই পোস্টটি পড়ুন।
উত্তর: একটি স্টুডেন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ৩০,০০০/- হাজার টাকা ব্যালেন্স রাখতে পারবে।
২৪. স্টুডেন্ট অ্যাকাউন্টে প্রিয় নাম্বারের সেন্ড মানি ফিচারটি ব্যবহার করতে পারবো?
উত্তর: হ্যাঁ, একটি স্টুডেন্ট থেকে এক মাসে প্রিয় নাম্বার হিসেবে সর্বাধিক ৫টি বিকাশ নাম্বার যুক্ত করতে পারবে। এক্ষেত্রে এজেন্ট এবং মার্চেন্ট নাম্বার বাদে যুক্ত করতে হবে।
২৫. অ্যাকাউন্টটিতে প্রিয় নাম্বারে সেন্ড মানি ফিচারটিতে কোন প্রকার লিমিট প্রযোজ্য?
উত্তর: স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে প্রতিমাসে সর্বোচ্চ ১৫,০০০/-হাজার টাকা পর্যন্ত প্রিয় নাম্বারগুলোতে সেন্ড মানি করতে পারবে। এক্ষেত্রে কোনো প্রকার চার্জ প্রযোজ্য হবে না।
২৬. আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট অ্যাপে প্রিয় নাম্বারে সেন্ড মানি লিমিট আছে ২৫,০০০/- টাকা। আবার বিকাশ অ্যাপে লিমিট পেইজে দেখতে পাচ্ছি ১৫,০০০/- টাকা। কোনটি সঠিক বিস্তারিত বলবেন অনুগ্রহ করে!
উত্তর: বিকাশ অ্যাকাউন্ট এর ধরণ অনুযায়ী সেন্ড মানি লিমিট নির্ভর করে। স্টুডেন্ট অ্যাকাউন্টে সেন্ড মানি লিমিট ১৫,০০০/- টাকা।
২৭. আমার অ্যাকাউন্টে প্রিয় এজেন্ট থেকে ক্যাশ-আউট ফিচার সুবিধা ব্যবহার করতে পারবো?
উত্তর: অবশ্যই পারবে। তবে, প্রতি মাসে মাত্র দুটি এজেন্ট নাম্বারকে ব্যবহার করতে পারবে।
২৮. স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে প্রিয় এজেন্ট থেকে ক্যাশ-আউট ফিচারটির কোনো লিমিট প্রযোজ্য?
সাধারণত এই অ্যাকাউন্ট থেকে প্রিয় এজেন্ট নাম্বার থেকে ১.৪৯% চাজে ক্যাশ-আউট করতে পারবেন। প্রতিমাসে সর্বচ্চো ২৫,০০০/- টাকা পর্যন্ত প্রযোজ্য হবে। একই মাসে ২টি নাম্বার প্রিয় নাম্বার প্রিয় নাম্বার হিসেবে যুক্ত করে একই মাসে আর পরিবর্তন করা যাবে না।
২৯. অ্যাপে প্রিয় এজেন্ট থেকে ক্যাশ আউট দেখতে পাচ্ছি লিমিট ৫০,০০০/- টাকা। বিকাশ অ্যাপ লিমিট পেইজে দেখতে পাচ্ছি ২৫,০০০/- টাকা। কোনটি সঠিক বলুন। আরো পড়ুন: মাসে ২০ হাজার টাকা আয় করার উপায় ২০২৪।
উত্তর: আসলে, বিকাশ অ্যাকাউন্ট ধরণ অনুযায়ী লিমিট নির্ভর করবে। বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট এর ক্ষেত্রে প্রতিমাসে লিমিট ২৫,০০০/- টাকা। আপনি নিজেই দেখতে পারবেন। লিমিট দেখতে, ক্যাশ-আউট স্কিনে প্রিয় এজেন্টের লিমিট পরিমাণের বক্সের নিচে ‘I’ Button আছে এটাতে ট্যাপ করুন। তাহলে, ক্যাশ-আউট লিমিট সর্ম্পকে বিস্তারিত দেখতে পারবেন।
অ্যাকাউন্ট সর্ম্পকিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
বিকাশ রেগুলার অ্যাকাউন্ট এবং বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট এর থেকে লেনদেনের লিমিট, অফার, সংখ্যা ইত্যাদি আলাদা আলাদা হবে।
তোমদের স্টুডেন্ট অ্যাকাউন্টের সকল অফার সেবা ফিচার নিতে বিকাশ অ্যাপ ব্যবহার করতে হবে। এবং *২৪৭# এই কোড ব্যবহার করতে হবে।
সাধারণত প্রতিটি রেগুলার বিকাশ অ্যাকাউন্ট এর সাথে সর্বমোট তিন (৩)টি স্টুডেন্ট অ্যাকাউন্ট যুক্ত থাকতে পারবে।
তোমাদের মা/বাবার থেকে যার বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে তোমার অ্যাকাউন্ট খুলবে, সেই তোমার অভিভাবক হিসেবে বিবেচিত হবেন। তিনিই তোমার অ্যাকাউন্টের নমিনি হিসেবে বিবেচিত হবেন।
একজন অভিভাবক তার সন্তানদের অ্যাকাউন্টের লেনদেনের স্টেটমেন্ট দেখতে পাবেন। আবার অভিভাবকের ঠিকানাই হবে তোমার স্টুডেন্ট অ্যাকাউন্টের ঠিকানা।
বিকাশ অ্যাকাউন্টে জমাকৃত টাকার উপর কতো শতাংশ সুদ প্রদান করবে তা নির্ধারণ করার সিন্ধান্ত বিকাশ কর্তৃপক্ষের অধিকার। আপনি সুদ বা লভ্যাংশ গ্রহণ করতে না চাইলে, বিকাশ হেল্পলাইনে কলে করে জানতে পারেন। বিকাশ হেল্পলাইন নাম্বার হলো 16247।
এছাড়াও অ্যাকাউন্ট সংক্রান্ত যেকোনো তথ্য অভিযোগ জানাতে সরাসরি বিকাশ সেন্টার বা বিকাশ কেয়ার এসে জানাতে পারেন। হেল্পলাইনে কল করে জানতে পারেন। অথবা সার্পোট টিমের সাথে যোগাযোগ করতে পারেন। নতুন গুগল একাউন্ট খুলব কিভাবে ২০২৪, Google Account এর ব্যবহার জানতে পড়ুন।
বিকাশ সার্পোট নাম্বার হলো Support@bkash.com-এ করতে পারেন। বিকাশ সবময়স তার গ্রহক সেবা দিতে বদ্ধপরিকর। অর্থ সর্ম্পকিত যেকোনো জটিলতা, দ্বন্দ্ব, অভিযোগের প্রতিকার করার জন্য বিকাশ তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত পরিচালনার মাধ্যমে সমস্যার সমাধান করে থাকে। তাই যেকোনো সমস্যার সম্মুখীন হলে অভিযোগ করুন। আশাকরি দ্রুতাই সমাধান পাবেন।
উপসংহার:
বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত তথ্য উপস্থান করেছি। আশাকির অ্যাকাউন্ট খুলতে আপনার আর কোনো সমস্যা হবে না। আজকের পোস্টটি যদি ভালোলাগে তাহলে, আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করে রাখুন। এমনই সব গুরুত্বপূর্ণ পোস্ট পড়ার জন্য আমাদের সাইটটি ভিজিট করুন। আজকের পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
You should take part in a contest for one of the best blogs on the web. I will recommend this site!