মেয়েদের ঘরে বসে আয় করার উপায়, মেয়েরা কিভাবে টাকা আয় করে

“বিশ্বে যা- কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর”। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম “নারী” কবিতায়, এই উক্তির মাধ্যমে নারীদের কর্মের মর্যাদা দিয়েছেন। আজকে আমরা, মেয়েদের ঘরে বসে আয় করার উপায় নিয়ে আলোচনা করবো।

Table of Contents

মেয়েদের ঘরে বসে আয় করার উপায় জানতে চান, সেই জন্য এই পোস্টটি পড়তে আসছেন। আমরা চেষ্টা করেছি, সকল তথ্য উপস্থাপন করতে। পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর দিবো।

মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

বিজ্ঞানের এই যুগে, মেয়েদের ঘরে বসে আয় করার অনেক সুয়োগ তৈরি হয়েছে। যেমন- স্যোশাল মিডিয়া, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটি, অনলাইন টিউশনির মতো অনলাইনভিত্তিক কাজ। বাড়িতে বসে অনলাইনে কাজ, ঘরে বসে মোবাইলে আয়। আবার, বাড়িতে বসে ব্যবসার করার সুযোগ আছে। ঘরে বসে হাতের কাজ করে আয় করার সুযোগ আছে। ঘরে বসে প্যাকিজিং এর কাজ করে আয় করার উপায় আছে।

ঘরে বসে আয় করার উপায়
ঘরে বসে আয় করার উপায়

মেয়েদের ব্যবসার আইডিয়া। একজন মহিলা কি কি ব্যবসা করতে পারে? অল্প পুঁজিতে ব্যবসা ২০২৪। ঘরে বসে বিনা পুজিতে ব্যবসা। ক্ষুদ্র ব্যবসার তালিকা। 

গৃহবধূ হয়ে কিভাবে টাকা আয় করা যায়? কাপড়ের ব্যবসা করতে কত টাকা লাগে? ১০ হাজার টাকার ২৫ টি ব্যবসার আইডিয়া। মেয়েদের ঘরে বসে আয় করার উপায়, অনেক আছে। প্রয়োজন, একজন সাহসী, উদ্যোগী, এবং উদ্যোমী নারী। একজন নারী একটি সমাজকে পরিবর্তন করতে পারেন।

মেয়েরা কিভাবে টাকা আয় করে?

মেয়েরা কিভাবে টাকা আয় করে। মেয়েদের টাকা আয় করার উপায়গুলো হলো; সরকারি বেসরকারি চাকুরি করে, শপিংমলে সেলসম্যান এর কাজ করে, রিসিভশনে কাজ করে, ফন্টডেক্সে কাজ করে, গ্রোসারি দোকানে কাজ করে, নিজের গ্রোসাসি ব্যবসা করে, ঘরে বসে মোবাইলে অনলাইনে কাজ করে, বাড়িতে বসে বাংলা লিখে আয় করে থাকেন।

ঘরে বসে সেলাই মেশিনে কাজ করেন। ঘরে বসে প্যাকিজিং এর কাজ করেন। বাসায় বসে টিউশনে করে, অনলাইনে টিউশনি করে, আয় করতে পারেন।

 তবে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে স্থায়ী চাকুরির জন্য পড়ালেখা জানার প্রয়োজন হয়। সাধারণত উচ্চ-মাধ্যমিক থেকে স্নাতকত্তোর পর্যায়ের চাকুরি বেশি পাওয়া যায়। চাকুরি পাওয়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে হয়।

গৃহবধূ হয়ে কিভাবে টাকা আয় করা যায়?

আপনি যখন গৃহবধু, তখন আপনার দায়িত্ব বেশি। বাড়ির বাইরে গিয়ে, কাজ করার সুয়োগ কম। কারণ, পরিবারে স্বামী, সন্তান, এবং শ্বশুর-শাশুড়ি থাকেন। তাদের সেবা-যত্নের দায়িত্বভার আপনার কাঁধে। ঘরে এতো কাজ করে বাইরের প্রতিষ্ঠানে গিয়ে চাকুরি করা সম্ভব হয় না।

গৃহবধুদের জন্য ঘরে বসে আয় করার সুয়োগ আছে। উচ্চ-শিক্ষিত, স্বল্প শিক্ষিত, বা অশিক্ষিত গৃহবধু সবার জন্য ঘরে বসে আয় করার সুয়োগ আছে। সময় ম্যানেজ করতে পারলে, কাজ করতে পারবেন।

গৃহবধুদের ঘরে বসে টাকা আয় করার উপায়গুলো সংক্ষেপে বলছি যেমন- উচ্চ শিক্ষিত হলে, ফ্রিল্যান্সিং করতে পারেন, ব্লগিং করতে পারেন, আর্টিকেল লিখে আয় করতে পারেন।

যাদের অতোবেশি প্রতিষ্ঠানিক শিক্ষা নেই, তারাও ঘরে ফ্রিল্যান্স এর সহজ কাজগুলো করতে পারবেন। যেমন, অনলাইন সার্ভে করে টাকা আয়। গুগল রেটিং দিয়ে টাকা আয়। ইমেইল মার্কেটিং করে টাকা আয়। ফেসবুক মার্কেটিং করে টাকা আয়। এগুলো মেয়েদের ঘরে বসে আয় করার উপায় জনপ্রিয় উপায়।

আবার যেকোনো গৃহবধু চাইলে সেলাই মেশিন এর কাজ করতে পারেন। গ্রামে বা শহরে যেকোনো যায়গায় এই কাজ করতে পারবেন। ড্রেস মেকিং এর অনেক চাহিদা।

মেয়েদের অবসর সময়ে বাড়িতে বসে কাজ:

কারো পড়ালেখা চলছে। কারো পড়ালেখা শেষ হয়েছ। কেউ চাকুরির জন্য পড়ালেখা করছেন। কেউ সংসার সামলাচ্ছেন। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির সময় চলছে। তাই সবার চাওয়া, অবসর সময়কে কাজে লাগাতে। অবসর সময়ে বাড়িতে বসে কাজ করে, বাড়তি কিছু টাকা আয় করা।

অবসর সময়ে বাড়িতে বসে কাজ করার মতো অনেক কাজ আছে। মেয়েদের সাধারণত বাইরে তেমন যাওয়া হয় না। মেয়েরা ঘরেই থাকেন বেশী। তাই, এই অবসর সময়ে বাড়িতে বসে কাজ করুন। ব্যাচে টিউশনি করান। অনেকগুলো বাচ্চা একসাথে পড়াতে পারবেন। আয়ও বেশি হবে।

ঘরে বসে অনলাইনে টিউশনি করেও আয় করতে পারেন। সেলাই মেশিন এর কাজ করে আয় করতে পারেন। অবসরে ঘরে বসে রান্নার কাজ করতে পারেন। যা ফেসবুক মার্কেটিং করে সেল করতে পারবেন। ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবেন।

মেয়েদের অনলাইনে প্রচুর কাজ আছে। অনলাইনে কাজ করার জন্য স্কিল থাকার প্রয়োজন হয়। অনলাইনে কাজ করার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। সংসার সামলে, ঘরে বসে অনলাইনে আয় করতে পারবেন। অনলাইন ইনকাম অর্থ হলো মোবাইল, কম্পিউটার, এবং ইন্টানেটের মাধ্যমে দেশ-বিদেশের প্রতিষ্ঠানে স্থায়ী বা চুক্তিভিত্তিক কাজ করা।

ঘরে বসে অনলাইনে কাজ করার জন্য অবশ্যই স্কিল অর্জন করতে হবে। মোবাইল, কম্পিউটার, দ্রুতিগতির ইন্টারন্টে সংযোগ প্রয়োজন হবে।

মেয়েদের ঘরে বসে আয় করার জন্য-অনলাইনে কাজসমূহ

অনলাইনে প্রচুর কাজ আছে। শুধু প্রয়োজন ধর্য্য আর সাহস। একবার শুরু করুন। দেখবেন সবকিছু সহজ হয়ে যাবে। অনলাইনে যেসব কাজ পাবেন;-

  • ঘরে বসে হাতে লিখে আয়
  • বাংলা গল্প লিখে টাকা আয
  • ঘরে বসে মোবাইলে আয়
  • ইংরেজি লিখে আয়
  • ভিডিও এডিটিং করে আয়
  • ইউটিউবিং করে আয়
  • লোগো ডিজাইন করে আয়
  • গ্রাফিক্স ডিজাইন করে আয়
  • ব্লগিং করে আয়
  • ওয়েব ডিজাইন করে আয়
  • ছবি বিক্রয় করে আয়
  • ভিডিও দেখে আয়
  • ফ্রী লটারী খেলে টাকা ইনকাম
  • এডস দেখে টাকা ইনকাম
  • অনলাইন সার্ভে করে টাকা ইনকাম
  • এসইও করে টাকা ইনকাম
  • ফেসবুক মার্কেটিং করে টাকা ইনকাম
  • ডিজিটাল মার্কেটিং করে টাকা আয়
  • ইমেইল মার্কেটিকরে টাকা ইনকাম।

উপরোল্লিখিত কাজগুলোর থেকে কয়েকটি কাজ বাছাই করুন। সেগুলোতে চর্চা করুন। অভিজ্ঞতা অর্জন করুন। প্যাকটিস করা কাজের পোর্টফলিও তৈরি করুন। যখন মার্কেটপ্লেসে কাজের জন্য আবেদন করবেন, তখন বায়ার কাজের নমুনা দেখতে চাইতে পারেন। বায়ারকে দেখার জন্য প্রয়োজন হবে।

এখন আমরা, মেয়েদের ঘরে বসে আয় করার উপায় গুলোর মধ্যে থেকে কয়েকটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

মেয়েদের ঘরে বসে রোজগারের সেরা ৫টি উপায়

ঘরে বসে হাতে লিখে আয়:

বর্তমানে, মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় যে, ছেলেদের তুলানায় এগিয়ে। তারপরেও, কর্মক্ষেত্রে মেয়েরা অনেক পিছেয়ে। কারণ, কর্ম-পরিবেশ মেয়েদের উপ-কূলে নয়।

ভালো লিখতে পারলে, অনেক টাকা আয় করতে পারবেন। বাংলা কিংম্বা ইংরেজি, লিখতে পারলেই হলো। যদিও ইংরেজির তুলনায়, বাংলায় অনেক কম আয় হয়।

শুরুতে অন্যের ব্লগ সাইটের জন্য লিখুন। গেস্ট পোস্ট লিখুন। বিজ্ঞাপনের জন্য লিখুন। পত্রিকায় লিখুন। নিজের জন্য একটি ব্লগসাইট তৈরি করুন। এখানে লিখন। ভিজিটর আসলে, গুগল এডসেন্স দ্বারা মনিটাইজেশন করিয়ে আয় করতে পারবেন।

মেয়েদের ঘরে বসে আয় করার উপায়-বাংলা গল্প লিখে টাকা আয়

মেয়েদের ঘরে বসে আয় করার উপায় হতে পারে,“বাংলা গল্প লিখে টাকা আয়”। ঘরে বসে গল্প লিখে টাকা করা মূলত, ঘরে বসে হাতে লিখে আয় করার মতোই। গল্প লিখে আয় করার জন্যও একটি ব্লগসাইটের প্রয়োজন হবে। নিজের না থাকলে যেসব ব্লগসাইটে গল্প লিখা প্রকাশ করা হয়, তাদের জন্য লিখুন। ভালো লিখতে পারলে ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন।

ঘরে বসে মেয়েদের হাতের কাজ

মেয়েদের ঘরে বসে আয় করার উপায়গুলোর মধ্যে অন্যতম হলো হাতের কাজ। বাড়িতে বসে, সংসার সামলে, হাতের কাজ করে আয় করা সম্ভব। মেয়েদের ঘরে বসে করার মতো অনেক কাজ আছে। যেমন; সেলাই মেশিনের মাধ্যমে পোশাক তৈরি করা। নিজের পরিবারের পোশাক তৈরির চাহিদা মিটিয়ে, গ্রাহকের পোশাক তৈরি করে আয় করা সম্ভব।

খাবার তৈরি করুন। মিষ্টিজাতীয় খাবার, ফাস্টফুড, পিঠা এসব খাবার ব্যাপক চাহিদা। এসব খাবার ফেসবুকের মাধ্যমে সেল করে আয় করতে পারবেন।

ঘরে বসে বিভিন্ন পণ্যের প্যাকিজিং এর কাজ করতে পারেন। বর্তমানে অনেক ক্ষুদ্র প্রতিষ্ঠান প্যাকিজিং এর কাজ করিয়ে থাকে। তাদের কর্মী স্বল্পতার কারণে বাইরে থেকে এই কাজ করিয়ে নেয়। তারাই সকল ব্যবস্থা করে দিবে।

যেমন. পণ্য, মোড়ক, আঠা, পিন, ক্রসটেপসহ যা যা প্রয়োজন। মোমবাতি প্যাকিজিং এর কাজ আছে। আগরবাতি প্যাকিজিং এর কাজ হয়। স্থানীয়ভাবে উৎপাদিত সকল পণ্যই হতে পারে।

ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আয়

বর্তমান সময়, ফ্রিল্যান্সিং এর সময়। ঘরে বসেই ফ্রিল্যান্সিং করা যায়। আমরা মেয়েদের ঘরে বসে আয় করার উপায় খুঁজছি। আর ফ্রিল্যান্সি হলো সবথেকে সেরা উপায়।

ফ্রিল্যান্সিং করার জন্য স্কিল থাকতে হবে। এসব স্কিল অর্জন করুন। মোবাইল, কম্পিউটার আর দ্রুতগতির ইন্টারনেট সংযোগ স্থাপন করুন।

উপরোল্লিখিত দক্ষতাগুলো থেকে কয়েকটি অর্জন করুন। নিজে নিজে চর্চা করুন। এসব কাজের চার্চার স্কিনশর্ট সংগ্রহ করুন। একটি পোর্টফোলিং তৈরি করুন।

ফাইভারে গিগ পাবলিশ করুন। আপওর্য়াকে কাজের জন্য বিড করতে হয়। কাজ পেলে সঠিকভাবে বুঝে নিন বায়ারের থেকে। ডেড-লাইনের আগেই জমা দিন। বায়রের থেকে ৫-স্টার রেটিং নিন। যা, আপনার প্রফাইলকে গ্রো করতে সাহায্য করবে।

আপনি একজন মেয়ে। ঘরে বসে মোবাইলে আয় করতে চান। তাই এই পোস্টটি পড়ছেন। আপাতত আপনার হাতে একটি স্মার্টমোবাইল আছে। তাতেই চলবে। ঘরে বসে মোবাইলে আয় করা যায়। হ্যাঁ, কথা সত্যিই আয় করা যায়।

মোবাইল দিয়ে ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করে আয় করা যায়। ফেসবুক মার্কেটিং করে আয় করা যায়। ফেসবুক পেজকে মনিটাইজেশন করে আয় করা যায়।

ঘরে বসে মোবাইলের মাধ্যমে টিকটক করে আয় করা যায়। একটি মানের মোবাইল হলেই টিকটক করে আয় করা সম্ভব।

ইনস্ট্রাগ্রাম, লিংকডইন, পিনটারেস্ট এর মতো স্যোশাল মিডিয়া মার্কেটিং করেও ঘরে বসে মোবাইলের মাধ্যমে আয় করতে পারবেন।

ঘরে বসে ইউটিউবিং করে আয়

এখন যারা, ভিডিও কনটেন্ট এর জয়জয়োকার চলছে। মানুষ ভিডিও দেখতে পছন্দ করছে। বিশেষ করে শর্টস ভিডিও। তাই মোবাইলের মাধ্যমে শর্টস ভিডিও ধারণ করুন। আর ইউটিউবে আপলোড করুন। মেয়েদের সাজুগুজুর ভিডিও দেখতে ভালো লাগে। ভ্লগ দেখতে ভালো লাগে। কবিতা আবৃত্তির মতো চ্যানেল তৈরি করুন।

ভিডিও কোয়ালিটি ভালো হলে ভিউস পাবেন। আসলে কোয়ালিটি মানে ইউনিক কনটেন্ট হতে হবে। সেব ভিডিও ইতোমধ্যে ইউটিউবে আছে। এমন ভিডিও নয়। যা, নেই এমন বিষয় নিয়ে ভিডিও ধারণ করুন।

তাহলে অল্প সময়ে ভালো ভিউ পাবেন। অনেক সাবস্ক্রাইবার পাবেন। ওয়াচটাইম বাড়বে। চ্যানেলে মনিটাইজেশনের শর্ত পূরণ হবে। নিয়মিত আয় করতে পারবনে। ঘরে বসে ইউটিউবিং করে আয় এখন মেয়েদের ঘরে বসে আয় করার উপায় গুলোর মধ্যে অন্যতম।

মেয়েদের ঘরে বসে আয় করার উপায় হলো সেলাই প্রশিক্ষণ কোর্স:

যেসব মেয়েরা ঘরে বসে আছেন। পড়ালেখা শেষ। সংসারের কাজ করার পরেও কিছু সময় পান। তাহলে সেলাই এর কাজ করতে পারেন। কিন্তু সমস্যা হলো সেলাই এর কাজ তো আবার পারেন না। এরও সমাধান আছে। যুবউন্নয়নসহ সরকার অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠানে সেলাই মেশিং এর কোর্স করানো হয়।

সেলাই মেশিন এর কোর্স সফলভাবে শেষে একটি সেলাই মেশিন দেয়া হয়। আবার মহিলা ও শিশু মান্ত্রণালয়ের নিয়ন্ত্রণে বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে কোর্স করানো হয়।

আপনার নিকটস্থ প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে সেলাই প্রশিক্ষণ কোর্স করে ঘরে বসে সেলাইয়ের কাজ করে আয় করতে পারবেন।

একজন মহিলা কি কি ব্যবসা করতে পারে?

ঘরে বসে একজন মহিলা অনেকগুলো ব্যবসা করতে পারেন। এসব ব্যবসা করে আয় করতে পারেন। নিজের ক্যারিয়ার গড়তে পারেন। পরিবারকে সহায়তা করতে পারেন। আবার দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

আসুন দেখি একজন মহিলা কি কি ব্যবসা করতে পারেন?- গহনা তৈরির ব্যবসা করতে পারেন। ঘরে বসে নিজেই গহনা তৈরি করতে পারেন। আবার এগুলো ফেসবুক পেজের মাধ্যমে বিক্রয় করতে পারবেন।

মেয়েদের ঘরে বসে আয় করার উপায়-বিউটি সেলুন:

এখন সবাই সৌন্দর্য্য সচেতন। মেয়েরা বিউটি পার্লারমূখী। এমন মেয়ে খুঁজে পাওয়া যাবে না, যে কখোন বিউটি পার্লারে যায় নাই। তাই এটা হতে আপনার জন্য একটি লাভজনক ব্যবসা। যা আপনার বাড়ির একটি রুমকে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করতে পারবেন। বিউটি সেলুন হতে পারে মেয়েদের ঘরে বসে আয় করার উপায়।

এছাড়াও রয়েছে-

  • ফ্যাশান ডিজাইন
  • হোম মেকিং বিজনেস
  • ফিটনেস টেইনার
  • কারুশিল্পোর কাজ করতে পারেন।
  • ইন্টেরিয়ার ডিজাইনের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে পারবনে।

মেয়েদের জন্য ক্ষুদ্র ব্যবসা/ মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা:

মেয়েদের জন্য কিছু ক্ষুদ্র ব্যবসা আমরা বাছাই করেছি। আমদের দেশের মেয়েরা যেসব ব্যবসা করে সফল হয়েছে। যেসব ব্যবসা করলে আপনারও সফল হওয়ার সম্ভবনা আছে। এসব ব্যবসা হতে পারে মেয়েদের ঘরে বসে আয় করার উপায়। তাই আপনাদের সুবিধার জন্য একটি তালিকা প্রস্তুত করলাম। নিচ দেয়া হলো;

  • কাপড়ের ব্যবসা
  • ঘরে কাপড় ইস্ত্রী
  • ফ্যাশান ডিজাইন
  • রান্নবান্ন কাজ
  • অনলাইন টিউশনি
  • ফেসবুক পেজের ব্যবসা
  • হোম মেকিং বিজনেস
  • ফিটনেস টেইনার
  • ভার্চুয়াল সহকারীর কাজ
  • ভেজষ সাবান ও বিউটি পণ্য
  • কারুশিল্পোর কাজ করতে পারেন
  • টেইলার্স এর ব্যবসা
  • পোট্রি ফার্মিং
  • কাঁথা সেলাই
  • দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন
  • গবাদি পশু পালন
  • ইন্টেরিয়ার ডিজাইনের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে পারবনে।

উপসংহার:

উপরের আলোচনা থেকে বলতে পারিযে, মেয়েদের ঘরে বসে আয় করার উপায় সমূহ নিয়ে আলোচনা করেছি। কোন উপায়টি আপনার পছন্দ হয়েছে, জানাবেন। এসব ব্যবসা আইডিয়া ছাড়াও আরো কিছু বিজনেস আইডিয়া আছে। আমরা সেগুলো নিতে পারি নি।

সেগুলো থেকেও আপনি চেষ্টা করতে পারেন। কোনটা কার জন্য উপর্যুক্ত তা তো আগে থেকে বলা যায় না। পোস্ট কেমন লাগলো জানতে পারেন। ভালো লাগলে শেয়ার করে রাখুন। আরো গুরুত্বপূর্ণ পোস্ট পড়তে সাইটটি ভিজিট করুন। পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top