নতুন গুগল একাউন্ট খুলব । একটি গুগল একাউন্ট, সমস্ত গুগল সার্ভিস ব্যবহারের সুয়োগ দেয়। তাই গুগলের সকল পণ্যের সুবিধা নিতে গুগল একাউন্ট থাকতেই হবে। এখনো যদি একটি গুগল একাউন্ট না থাকে তাহলে, অন্যদের থেকে যোজন যোজন পিছেয়ে আছেন।
ইউটিউব চ্যানেল, ইমেইল আইডি, গুগল ম্যাপ, গুগল ফটোস, গুগল ব্লগার, গুগল ডক্স, গুগল শিটস, গুগল নিউজ, গুগল এডসেন্স, গুগল সার্চ কনসোল, গুগল এনালিটিক্স,গুগল ওয়ান এর মতো জনপ্রিয় সব সুবিধা নিতে একটি গুগল একাউন্ট খুলতেই হবে।
কিভাবে একটি গুগল একাউন্ট খুলা যায়। গুগল একাউন্ট খুলার নিয়ম দেখে নেয়া যাক। গুগল এডসেন্স থেকে টাকা আয় করার সেরা উপায় ২০২৪ পড়ুন।
গুগল একাউন্ট কি:
গুগল একাউন্ট হলো গুগল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সমন্বয়ে তৈরি একাউন্ট বা হিসাব। যেখানে ব্যবহারকারীর তথ্য সংরক্ষিত থাকে। এই একাউন্ট করার জন্য ব্যবহারকারীর নাম, মোবাইল নাম্বার এবং ইউজারনেম বাধ্যতামূলক। গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট সর্ম্পকে জানতে পড়ুন।
এছাড়াও পাসওয়ার্ড দিতে হবে। মনেরাখবেন, একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তাহলে গুগলের সকল সার্ভিস নিতে পারবেন।
গুগল একাউন্ট এর সুবিধাসমূহ:
বর্তমানে অনলাইন সার্ভিস নিতে হলে গুগল একাউন্ট থাকতেই হবে। তা নিজে সার্ভিস গ্রহণ করার আর সার্ভিস প্রদান করেন। যাই করেন। ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক। ডিজিটাল মার্কেটিং কাকে বলে জানতে পড়ুন।
একটি ইমেইল আইডি দিয়ে কি কি করতে পারবেন। তা আসুন দেখে নিই।ইউটিউবে ভিডিও দেখতে চান, গুগল একাউন্ট লাগবে। ইমেইলে তথ্য আদান-প্রদান করতে চান, গুগল একাউন্ট লাগবে।
ব্লগারে ব্লগিং করতে চান, গুগল একাউন্ট লাগবে। গুগল ম্যাপ, গুগল এডসেন্স, গুগল ফটোস, গুগল সার্চ কনসোল, গুগল এনালিটিক্স, গুগল ওয়ান ইত্যাদি সার্ভিস নিতে গুগল একাউন্ট থাকতেই হবে। মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায় জানতে পড়ুন।
একটি নতুন গুগল একাউন্ট খুল-এ সব সুয়োগ সুবিধা নিতে পারবেন।
এছাড়াও গুগল ব্লগারের আরেকটি সুবিধা হলো ফ্রি ক্লাউড স্টোরেজ। ওয়ার্ডপ্রেস সিএমএইস ব্যবহার করলে হোস্টিং বা স্টোরেইজ কিনতে হয়। গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবেন।
মোবাইল কম্পিউটারসহ যেকোনো ডিভাইস গুগল ড্রাইভ ব্যবহার করা যায়। আবার গুগল ড্রাইভ করলে বিনামূল্যে ফাইল সংরক্ষণ করতে পারবেন।
প্রতিটি গুগল একাউন্ট এর সাথে ফ্রি স্টোরেইজ থাকে। একটি গুগল একাউন্ট দিয়ে ১৫ জিবি পর্যন্ত ফ্রি ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারবেন।
নতুন গুগল একাউন্ট খুলব:
নতুন গুগল একাউন্ট খুলব কিভাবে। একটি একাউন্ট খুলতে কি কি লাগে। এবং গুগল একাউন্ট খুলার উপায় জানবো আমাদের আজকের পোস্টে।
একটি নতুন গুগল একাউন্ট খুলবো কিভাবে? এই প্রশ্নের উত্তর জানার আগের আরেকটি প্রশ্নের উত্তর জানতে হবে। সেটা হলো গুগল একাউন্ট খুলতে কি কি ইনফমেশন লাগে। গুগল প্লে স্টোর একাউন্ট খুলতে পড়ুন।
নতুন গুগল একাউন্ট খুলার জন্য ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের প্রয়োজন হবে। আর এসব আগেই সংগ্রহ করুন। যদিও তথ্যগুলো সবার কাছেই আছে। যেমন, নাম, বয়স/জন্মতারিখ, মোবাইল নাম্বার, একটি ইউনিক ইউজ্যার নেইম, একটি স্ট্রং পাসওয়ার্ড ইত্যাদি তথ্যগুলোর প্রয়োজন হবে।
তাই এগুলো একটি খাতায় লিখে রাখুন। তারপর নতুন গুগল একাউন্ট খুলব এই পরিকল্পনা করে বসে যান।
সাধারণত, কারো বয়স ১৩ বছর হলে, নতুন গুগল একাউন্ট খুলব, এই কথা ভাবতে পারলেও বাস্তবায়ন করতে পারবেন না। কারণ গুগল এর একাউন্ট তৈরিতে বয়সের বাধ্যবাধকতা আছে। বয়স ১৩ বছর বা তার কম হলে একাউন্ট খুলতে পারবেন না।
সেক্ষেত্রে ১৩ বছরের একটি নাবালাক অভিভাবকের একাউন্ট ব্যবহার করতে পারবেন। একাউন্ট প্যারেন্টাল কন্ট্রোল ফিচারযুক্ত করে চালাতে পারবেন।
ডেক্সটপে নতুন গুগল একাউন্ট খুলব কিভাবে:
মোবাইল এবং ডেক্সটপে এর ফিচার কিছুটা আলাদা। তাই আলাদাভাবে নতুন গুগল একাউন্ট খুলব কিভাবে তা দেখাতে হবে। এই প্রক্রিয়া এখন আমরা দেখব একটি ডেক্সটপ কম্পিউটার দিয়ে কিভাবে গুগল একাউন্ট খুলতে হয়। গুগল এডসেন্স একাউন্ট সর্ম্পকে জানতে পড়ুন।
আমরা মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করবো। এবং খুব সহজ উপায়ে একাউন্ট তৈরী করে আপনাদের দেখাবো-
ডেক্সটপের যেকোন একটি ব্রাউজার ওপেন করুন। ডেক্সটপে বাই ডি-ফল্ট মাইক্রোসফট এর এডস, বিং ইত্যাদি ব্রাউজার থাকে। যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। গুগল একাউন্ট ক্রিয়েট লিখে সার্চ করুন। এবার গুগলের একাউন্ট সাইন আপ পেজে ক্লিক করুন।
এবার আপনার নাম দিতে হবে। একাউন্টের জন্য যে নাম ব্যবহার করতে চান, তা প্রদান করুন।
একটি ইজনিক ইউজ্যারনেম দিন। ইউনিক না হলে, ইউজ্যারনেম নিবে না।
গুগল একাউন্ট এর জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করুন।
উদাহরণ পাসওয়ার্ড: $#Google345#$ এটি একটি স্ট্রং পার্সওয়ার্ড। খেয়াল করুন। এখানে সিম্বল সাইন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার আছে। এরকম স্ট্রং পাসওয়ার্ড তৈরি করুন।
এবার Next Button Press করুন। তার আগে দেখে নিন, উপরোল্লিখিত সকল তথ্য সঠিক আছে কিনা।।
এবার আপনার মোবাইল নাম্বার প্রদান করতে হবে। এই মোবাইল নাম্বারে ৪-ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোড দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
তারপর একটি রিকাভারি ইমেইল প্রদান করুন। আপনার জন্মতারখি দিন। লিঙ্গ সিলেক্ট করুন।
এবার আপনার দেয়া মোবাইল নাম্বারটি চেক করুন। দেখুন ৪-ডিজিটের কোড পাঠানো হয়েছ। এই কোড দিয়ে একাউন্টটি Verify করুন।
উপরোল্লিখিত কয়েকটি ধাপ অনুসরণ করে সহজেই ডেক্সটপ থেকে একটি নতুন গুগল একাউন্ট খুলব এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।
মোবাইল ফোন ব্যবহার করে নতুন গুগল একাউন্ট খুলব কিভাবে:
এবার শুরুতে মোবাইলের একটি ব্রাউজার ওপেন করুন। তারপরর ব্রাউজারে গিয়ে গুগল একাউন্ট তৈরি লিখে সার্চ করুন। তারপর এই পেজে প্রবেশ করুন। এবং নতুন গুগল একাউন্ট খুলব কিভাবে তা দেখুন। ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ বেশী চাহিদা সম্পূর্ণ জানতে পড়ুন।
শুরুতে মোবাইলে সেটিং অপশনে প্রবেশ করুন।
এবার একাউন্ট সিলেক্ট করুন।
এড একাউন্ট সিলেক্ট করুন।
Google Account Select করুন।
মোবাইল লক করা থাকলে পিন বা পাসওয়ার্ড দিতে হবে।
এবার Create Account Select করুন।
এবার একাউন্টটি কার জন্য খুলতে চাচ্ছেন তা, গুগল কনফার্ম করুন।
নিজের ব্যক্তিগত কাজে Google Account খুলতে চাইল For Myself select করুন।
To manage my business select করুন। নিজের ব্যবসার কাজে ব্যবহার Google account ব্যবহার করার জন্য এই অপশন টিক মার্ক দিন।
আপনার First name and last name লিখুন। এবং Next Button press করুন।
এবার একটি ইউনিক ইউজ্যারনেইম দিতে হবে।
তারপর আপনার নতুন তৈরী করা Google Account এর জন্য একটি স্ট্রং password select করুন।
এরপর আপনার জেন্ডার দিন। আপনার জন্মতারিখ দিন। এবং Next Button press করুন।
এবার Google Account Verification এর জন্য মোবাইল নাম্বার দিতে হবে। তারপর Next Button press করুন।
এবার আপনার মোবাইলে আসা ৪-ডিজিটের কোডটি দিয়ে গুগল একাউন্টটি ভেরিফাই করুন।
এবার আপনার কাজ শেষ।
এরপর নিচের দিকে স্কল করুন। নিচের দিকে দেখতে পাবেন। policy and privacy and Term and conditions এবার এই পেজের নিচে দেখতে পাবেন এরকম লেখা
I agree
এই বক্সে টিক দিন। এবার আপনার কাজ সম্পূর্ণ হবে।
উপরোক্ত সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলে, আপনার জন্য নতুন একটি গুগল একাউন্ট তৈরী হয়ে যাবে।
Google Account এর ব্যবহার:
একটি গুগল একাউন্ট করুন। Google এর সকল পণ্যের সেবা নিন। এই নীতি অনুসরণ করে গুগল। তাই গুগলের যেকোনো পণ্যের এক্সেস নিতে হলে গুগল একাউন্ট লাগবেই লাগবে। নিম্নে গুগলের সহযোগী কিছু প্রতিষ্ঠান বা সেবার নাম উল্লেখ করা হলো।
- Gmail Account
- Google AdSense
- Google My Business
- Google Map
- Google Paly Store
- Google Analytics
- Google Play Games
- Google Blogger
- Google YouTube Channel
- Google One
- Google Sheet
- Google Docs
- Google Drive
- Google Search Console
- Google Classroom
- Google Finance
- Google Shopping
- Google Meet
- Google Photos
- Google Travel
- Google Translator
- Google Calendar
- Google Books
উপরোল্লিখিত Google এর এসব পণ্যের সেবা গ্রহণ করতে হলে, একটি গুগল একাউন্ট লাগবে। আবার এসব পণ্যের মাধ্যমে সেবা প্রদান করতে হলেও গুগল একাউন্ট লাগবে। তাই আপনার যদি এখনো গুগল একাউন্ট না থাকে, তাহলে এখনই একাউন্ট খুলুন। আর গুগলের সেবা গ্রহণ করুন।
উপসংহার- নতুন গুগল একাউন্ট খুলব:
উপরের আলোচনা থেকে বলতে পারি যে, নতুন গুগল একাউন্ট খুলব কিভাবে এই প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছি। সম্পূর্ণ পোস্টটি পড়ুন। তাহলে একাই নতুন একটি Google Account খুলতে পারবেন। এবং গুগলের সমস্ত সেবা গ্রহণ করতে পারবেন।
আজকের পোস্টটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করে রাখুন। এমন সব পোস্ট পড়ার জন্য সাইটটি ভিজিট করুন ধন্যবাদ।